সংবাদসংস্থা মুম্বই:

 

‘ইম্পসিবল’ মুহূর্ত! 

বলিউডের উঠতি তারকা অবনীত কৌর এবার ইনস্টাগ্রামে ছড়ালেন এক চিমটে হলিউডি ঝলক! ‘মিশন ইম্পসিবল—দ্য ফাইনাল রেকনিং’ মুক্তির আগে টম ক্রুজের সঙ্গে পোজ দিয়ে ইনস্টাগ্রামে ফোটো পোস্ট করলেন অবনীত। দু’জনেই কালো পোশাকে টুইনিংয়ে, মুখে ঝলমলে হাসি আর সঙ্গে একেবারে দেশি টাচ—‘নমস্তে’ ভঙ্গিতে অভিবাদন। স্বভাবতই টমের সঙ্গে অবনীত-এর এই ছবি দেখে হাঁ নেটপাড়া।

মঙ্গলবার অবনীতের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট হওয়া ছবির ক্যাপশনেও ছড়াল সেই আন্তরিকতার রেশ— “নমস্তে, মিস্টার ক্রুজ আর আমার তরফ থেকে গোটা ভারতবর্ষকে।  প্রসঙ্গত, ইথান হান্ট হয়ে আবার পর্দায় ফিরছেন টম ক্রুজ! মিশন: ইম্পসিবল — দ্য ফাইনাল রেকনিং-এ নতুন বিপদে পৃথিবীকে বাঁচাতে আসছেন তিনি।


নীল-তথ্য! 

‘জানে তু... বা জানে না’ ইমরান খানের কেরিয়ারে এক স্বপ্নের ডেবিউ হলেও, প্রথমে নায়ক হিসেবে ভাবা হয়েছিল নীল নীতিন মুখেশকে! সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই তথ্য নিজেই ফাঁস করলেন নীল। প্রযোজক ঝামু সুগন্ধ একই দিনে তাঁকে অফার করেছিলেন জনি গদ্দার ও  জানে তু ইয়া জানে না— তবে শর্ত ছিল, দু’টি ছবির মধ্যে যে কোনও একটিই বেছে নিতে হবে। নীল বললেন, “জানে তু… দারুণ একটা লাভ স্টোরি ছিল, তখন সেটাই ট্রেন্ড। কিন্তু সবাই আমায় ‘চকলেট বয়’ বলবে, এই ভাবনাটায় আমি ঠিক স্বচ্ছন্দ ছিলাম না।” সেই কারণেই তিনি বেছে নেন শ্রীরাম রাঘবনের তৈরি একটু ডার্ক, অন্য স্বাদের ছবি 'জনি গদ্দার'।

 

‘টাইগার ইজ ব্যাক’ 

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট ঘিরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন সালমান খান। সেই পোস্ট মুহূর্তের মধ্যেই মুছে ফেলতে বাধ্য হন তিনি। আর এই বিতর্কের পর প্রথমবার প্রকাশ্যে এলেন ভাইজান। মঙ্গলবার গভীর রাতে মুম্বই এয়ারপোর্টে দেখা যায় তাঁকে। চারদিক ঘিরে কড়া নিরাপত্তা, পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে সালমানের আগমন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, কালো টি-শার্ট আর কার্গো প্যান্ট পরে চুপচাপ এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি। মুখে কোনও কথা নেই, তবে উপস্থিতি জানিয়ে দিয়েছেন—'ভাইজান' ফিরে এসেছেন!