দুষ্টু ছবি ও চিরঞ্জীবী!
তেলুগু সুপারস্টার চিরঞ্জীবী-র মুখ ব্যবহার করে তৈরি করা হয়েছে একাধিক এআই পর্ন ভিডিও, আর সেই ঘটনায় এবার কড়া আইনি পদক্ষেপ নিয়েছেন অভিনেতা। জানা গেছে, এই ভিডিওগুলোতে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তাঁর মুখ ও কণ্ঠ জুড়ে দেওয়া হয়েছে অশালীন কনটেন্টে, যা সোশ্যাল মিডিয়া ও কিছু ওয়েবসাইটে ছড়িয়ে পড়ে। হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশে ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছেন চিরঞ্জীবী। অভিযোগে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, “এই ভিডিওগুলি সম্পূর্ণ ভুয়ো। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে আমার মুখ, কণ্ঠ ও ব্যক্তিত্বকে বিকৃত করে অশালীনভাবে ব্যবহার করা হয়েছে।”
চিরঞ্জীবীর বক্তব্য, এমন জঘন্য কাজ কেবল তাঁর ব্যক্তিগত সুনাম নষ্ট করছে না, বরং তাঁর দীর্ঘদিনের জনবিশ্বাস ও মানবিক ভাবমূর্তিকেও আঘাত করছে। তাই তিনি দ্রুত পদক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছেন, যাতে এই ধরনের সব ভিডিও ব্লক, ডিলিট ও অভিযুক্তদের চিহ্নিত করা যায়।
সূত্র অনুযায়ী, ইতিমধ্যেই আইটি আইন, ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ উইমেন (প্রোহিবিশন) অ্যাক্ট, ১৯৮৬-এর একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। আদালতও প্রাথমিকভাবে একটি ইনজাংশন জারি করেছে, যাতে চিরঞ্জীবীর নাম, ছবি, কণ্ঠ বা চেহারা অনুমতি ছাড়া কোনও ডিজিটাল বা সোশ্যাল প্ল্যাটফর্মে ব্যবহার করা না যায়।
ভারতে এনরিকের কনসার্ট
ভারতে আসছেন বিশ্বখ্যাত স্প্যানিশ গায়ক এনরিকে ইজিলেসিয়াস। মুম্বইয়ে অক্টোবর মাসে শো করবেন এই শিল্পী। আগামী ২৯ ০ ৩০ অক্টোবর মুম্বইয়ের বান্দ্রা কুড়োল কমপ্লেক্সে শো হবে। এনরিকের এর আগেও ২০০৪ সালে এখানে শো করেছিলেন তিনি। এনরিকের এই সেই কনসার্টে হাজির থাকবেন রণবীর সিং, শ্রদ্ধা কাপুর, করিনা কাপুর খান, কিয়ারা আদবানি, অনন্যা পাণ্ডে। ওই অনুষ্ঠান দেখতে হাজির থাকতে পারেন করিশ্মা কাপুর, তামান্না ভাটিয়া, জ্যাকলিন ফার্নান্ডেজ, আরবাজ খান-এর মতো বলিউডের পরিচিত মুখ। তবে শুধু শো নয়, ভারতে এসে আরও অনেক পরিকল্পনা আছে গায়কের। শাহরুখ খান ও তাঁর পরিবারের সঙ্গে মন্নত-এ গিয়েও নাকি দেখা করার কথা রয়েছে তাঁর। মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দির দর্শনেরও ইচ্ছে রয়েছে শিল্পীর।
১০০ কোটির মুখে ‘থামা’
অভিনেতা আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দানা অভিনীত পরিচালক আদিত্য সারপোতদার-এর নতুন ছবি ‘থামা’ মাত্র এক সপ্তাহেই বক্স অফিসে ছাপ ফেলেছে দারুণভাবে। ২১ অক্টোবর মুক্তি পেয়ে এই হরর-কমেডি ইতিমধ্যেই ভারতে আয় করেছে প্রায় ৯৪.৫৪ কোটি টাকা, আর বিশ্বব্যাপী মোট সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ১২৪.৫ কোটি টাকায়!
স্যাকনিল্ক-এর ট্রেড রিপোর্ট অনুযায়ী, সোমবার ছবিটি ভারতে আয় করেছে প্রায় ৩.২৪ কোটি টাকা, যা মিলিয়ে সাত দিনে মোট আয় পৌঁছেছে ৯৪.৫৪ কোটি টাকাতে। ছবির ওপেনিং ছিল দুর্দান্ত -২৪ কোটি টাকা, মুক্তির প্রথম দিনেই।তার পরদিন বুধবারে আয় ১৮.৬ কোটি টাকা, বৃহস্পতিবারে ১৩ কোটি টাকা ও শুক্রবারে ১০ কোটি টাকা। সপ্তাহান্তেও গতি হারায়নি ‘থামা’। শনিবারে আয় ১৩.১ কোটি টাকা, রবিবারে ১২.৬ কোটি টাকা। সব মিলিয়ে ছ’দিনে ভারতের নেট কালেকশন ছুঁয়েছে ৯১.৩ কোটি টাকা, আর বিশ্বজুড়ে তা ১২৪.৫০ কোটি টাকা। ‘থামা’ হলো ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্স-এর নতুন সংযোজন, যেখানে আগে এসেছে স্ত্রী, ভেড়িয়া, মুঞ্জ্যা-র মতো হিট সিনেমা।
