প্রিয়-অবসরের ইঙ্গিত
বলিউডে অন্যতম আলোচিত কমেডির ছবি বলা হয় হেরা ফেরি সিরিজকে। সেই ছবির তৃতীয় কিস্তি হেরা ফেরি ৩ অবশেষে তৈরি হচ্ছে— আর ফের একসঙ্গে পর্দায় আসছেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও সুনীল শেট্টি। দীর্ঘদিনের জল্পনা, বিতর্ক শেষে ছবিটি পরিচালনা করতে রাজি হলেন বর্ষীয়ান পরিচালক প্রিয়দর্শন।সম্প্রতি, দেওয়া সাক্ষাৎকারে প্রিয়দর্শন জানিয়েছেন, সিক্যুয়েল বানানো তাঁর বিশেষ পছন্দ নয়। তবুও প্রযোজকদের দীর্ঘদিনের অনুরোধেই তিনি হাত দিয়েছেন হেরা ফেরি ৩–তে। তাঁর কথায়—“আমি সাধারণত নিজের ছবির সিক্যুয়েল বানাতে চাই না, ওটাই আমার কাজের ধারা নয়। তবে হেরা ফেরি ৩ করব, কারণ প্রযোজকরা অনেক দিন ধরে অনুরোধ জানাচ্ছিলেন।” বর্তমানে অক্ষয় কুমার ও সইফ আলি খানের সঙ্গে হেওয়ান বানাচ্ছেন প্রিয়দর্শন। এর আগে শেষ করেছেন ভূত বাংলা, যেখানে অক্ষয়ের সঙ্গে রয়েছেন পরেশ রাওয়াল ও ওয়ামিকা গাব্বি।

তবে বড় চমক এসেছে পরিচালকের ব্যক্তিগত পরিকল্পনা থেকে। তিনি সরাসরি জানিয়েছেন— হেরা ফেরি ৩ এবং হাইওয়ান–এর পরেই হয়তো ফিল্মি জীবনের ইতি টানবেন তিনি। প্রিয়দর্শনের স্বীকারোক্তি—“এই ছবিগুলো শেষ হলে আমি অবসর নিতে চাই। ক্লান্ত হয়ে যাচ্ছি।”
বলিউডে তিন দশকেরও বেশি সময় ধরে একের পর এক কালজয়ী ছবি উপহার দিয়েছেন প্রিয়দর্শন। এখন সেই সফরের সমাপ্তি আসছে কিনা, তা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সিনেপ্রেমীদের মধ্যে।
রণবীর-আলিয়ার ভাল-বাসা
বছরের পর বছর অপেক্ষার পর অবশেষে প্রায় তৈরি রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্নের বাংলো— ‘কৃষ্ণ রাজ’। বান্দ্রার এই ছ’তলা বিলাসবহুল প্রাসাদই হতে চলেছে তারকা-দম্পতির স্থায়ী ঠিকানা।

২০২২ সালের এপ্রিলে যখন বিয়ে করেন রণবীর-আলিয়া, তখনও বাংলোটির নির্মাণকাজ অসম্পূর্ণ ছিল। তবে সেদিন আলোকসজ্জায় সেজে উঠেছিল পুরো বাড়ি। তারপর থেকে নিয়মিত সাইট ভিজিট করে নির্মাণের প্রতিটি খুঁটিনাটি তদারকি করেছেন দু’জনেই। প্রায় ২৫০ কোটি টাকার এই প্রাসাদের প্রতিটি ব্যালকনিই ঘেরা সবুজে, ভেতরে ঝাড়বাতির ঝলকানিতে ধরা পড়ছে রাজকীয় ঐশ্বর্য। ক্লাস আর কমফোর্টের নিখুঁত মিশেল যেন ‘কৃষ্ণ রাজ’। বর্তমানে ইন্টেরিয়রের শেষ মুহূর্তের কাজ চলছে। সব ঠিকঠাক থাকলে দীপাবলির আগেই প্রবেশ করবেন রণবীর-আলিয়া। আর সবচেয়ে বড় চমক— ৮ নভেম্বর মেয়ে রাহার তৃতীয় জন্মদিনই পালিত হবে নতুন বাংলোয়। পরিবারটির কাছে নিঃসন্দেহে এটি হবে আজীবন স্মরণীয় মুহূর্ত।
ফারাহর হৃষিকেশ সফর
সোশ্যাল মিডিয়ায় হালকা মেজাজের মজার কথোপকথন দিয়ে যিনি ভক্তদের মন জিতে নিয়েছেন— তিনি ফারাহ খান। এবার নিজের রাঁধুনি দিলীপকে নিয়ে শুরু করেছেন ভ্রমণ ব্লগ। মালদ্বীপ ভ্রমণের পর এবার তাদের গন্তব্য— আধ্যাত্মিক শহর হৃষিকেশ।ফারাহর ম্যানেজার কল্প শাহ সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একগুচ্ছ ছবি, যেখানে দেখা যাচ্ছে ফারাহ, দিলীপ ও কল্পেশকে গঙ্গাআরতির আসরে।প্রথম ছবিতে মাথায় ওড়না দিয়ে হাত জোড় করে গঙ্গাপূজায় ডুবে থাকতে দেখা গেল ফারাহকে। আরেক ছবিতে তিনি নিজেই করছেন আরতির আচার।

ফারাহ নিজে সেই পোস্টে কমেন্ট করে লিখেছেন—
“অসাধারণ অভিজ্ঞতা… কল্প, তোমার সব প্রার্থনা পূর্ণ হোক।”
তাছাড়া ইনস্টাগ্রাম স্টোরিতেও তিনি ছোট্ট একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “প্রথমবার হৃষিকেশ, আর কী অসাধারণ অভিজ্ঞতা!”
