আজকাল ওয়েব ডেস্ক: হলিউডের অন্যতম সুপারহিট ছবির ফ্রাঞ্চাইজি 'মিশন ইমপসিবল'। টম ক্রুজ অভিনীত এই সিরিজের প্রায় প্রতিটি ছবিই বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছে। প্রায় তিন দশক ধরে চলা এই ছবির বিভিন্ন চরিত্রে হাজির হয়েছেন একাধিক হলিউডি তারকা।‌ ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’-এর ঝলক মুক্তির পর থেকেই নেটদুনিয়ায় চলছে উত্তেজনার জোয়ার। স্টান্ট, সাসপেন্স আর স্মৃতিমাখা রোমাঞ্চ—সব মিলিয়ে এ যেন এক জিয়া নস্ট্যাল হওয়ার উথালপাথাল ঝড়! টম ক্রুজ মানেই গ্র্যাভিটিকে বুড়ো আঙুল দেখিয়ে হেলিকপ্টার থেকে লাফ, দমবন্ধ করা স্টান্ট, আর চরম জীবনের ঝুঁকির মাথায় বাজি ধরার সেই চিরচেনা ব্যক্তিত্ব। ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’-এর ঝলকেও উঠে এসেছে টমের সেই পুরোনো মোড়কের নতুন আগুন।

 

তবে এবার টম ক্রুজ এবার তাঁর ভয়ঙ্কর মিশনে ভারতের দর্শকদের সঙ্গেই যাত্রা শুরু করবেন! গোটা বিশ্বকে চমকে দিয়ে, হলিউড অ্যাকশন আইকনের ‘মিশন:ইম্পসিবল – দ্য ফাইনাল রেকনিং’ ভারতে মুক্তি পেতে চলেছে বাকি দুনিয়ার থেকে ছ’দিন আগেই—আগামী ১৭ মে, ২০২৫!

 

 

প্যারামাউন্ট পিকচার্স ইন্ডিয়া শুক্রবার আনুষ্ঠানিকভাবে সমাজমাধ্যমে এই ঘোষণা করে। টম ক্রুজের বহু প্রতীক্ষিত এই ছবি আগে নির্ধারিত ছিল ২৩ মে মুক্তির জন্য, তবে এখন সেই তারিখ এগিয়ে এনে ভারতের দর্শকদের জন্য এক্সক্লুসিভ অ্যাক্সেস দেওয়া হল—সারা বিশ্ব যখন অপেক্ষা করবে, তখন ভারতের স্ক্রিনে গর্জে উঠবে এথান হান্টের চূড়ান্ত মিশন। এই ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা তুঙ্গে। বহু অনুরাগী টম ক্রুজকে চূড়ান্ত মিশনে দেখতে মুখিয়ে ছিলেন, আর আগেভাগে রিলিজের খবরে উত্তেজনা আরও বেড়েছে। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Paramount Pictures India (@paramountpicsin)