শুধুই নিকোল কিডম্যান আর কিথ আরবান-এর বিচ্ছেদ নিয়ে হলিউড এখন সরগরম নয়! সেই চর্চার কেন্দ্রে রয়েছে টম ক্রুজ আর আনা দে আরমাসের সম্পর্ক। শোনা যাচ্ছে, এই জুটির বিয়ে হতে চলেছে এমনভাবে, যা ‘মিশন ইম্পসিবল’-এর স্টান্টকেও হার মানাবে!
হলিউড সংবাদ্যম রেডার অনলাইন-এর প্রতিবেদন অনুযায়ী, ৬৩ বছর বয়সী ‘টপ গান’ তারকা টম ক্রুজ আর ৩৭ বছরের কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাস বিয়ের পরিকল্পনা করছেন একেবারেই অন্যরকমভাবে।
এক সূত্রের দাবি, “তাঁদের দু’জনকে এক করেছে অ্যাডভেঞ্চারের প্রতি দু'জনেরই একই রকমের ভালবাসা। তাই নিজেদের এমন একটা বিয়ে চাইছে তাঁরা, যা একেবারেই ‘আউট অফ দ্য বক্স’। মহাকাশ ভ্রমণের বিষয়ে টমের তো অদম্য উৎসাহ, তাই মহাকাশে প্রথম দম্পতি হিসেবে বিয়ে করার আইডিয়াও ঘুরছে তাঁর মাথায়। আবার কখনও আকাশে প্যারাশুট জাম্প দিয়ে মাঝ-আকাশে শপথ নেওয়ার কথাও তাঁরা ভেবেছেন!”
এই বছরের শুরুতেই টম ও আনার ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। জুলাই মাসে ভরমন্ট শহরে একসঙ্গে হাত ধরে হাঁটাহাঁটির ছবি প্রকাশ্যে আসতেই তাঁদের প্রেমের খবর নিশ্চিত হয়। যদিও টম সম্পর্ক নিয়ে বরাবরই সতর্ক, ফিসফাস, এবার নাকি তিনি কেটি হোমসের প্রেমে পড়ার সময় যতটা উচ্ছ্বসিত ছিলেন, তার থেকেও বেশি।
তবে সমালোচনা এড়াতেই প্রকাশ্যে অতটা বড়াই করছেন না তাঁরা। সূত্র জানাচ্ছে, যেদিন বিয়ে হবে, সেদিন আর কিছু আটকাবে না। দু’জনেই চায় একেবারেই আড়ম্বরপূর্ণ বিয়ে, মানুষ কী বলবে তা নিয়ে ভাবনা নেই তাঁদের।
শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, পেশাগতভাবেও জুটির রসায়ন জমে উঠছে। তাঁরা নাকি ‘ডিপার’ নামের এক সুপারন্যাচারাল ওশান থ্রিলারে একসঙ্গে অভিনয় করার পরিকল্পনা করছেন। মে মাসে 'গুড মর্নিং আমেরিকা'-তে হাজির হয়ে আনা টমকে নিয়ে বলেন, “ওর সঙ্গে আমার সম্পর্কটা ভীষণ মজার। আমরা একসঙ্গে কিছু প্রজেক্টে কাজ করছি।”
টম এর আগে তিনবার বিয়ে করেছেন—মিমি রজার্স, নিকোল কিডম্যান আর কেটি হোমসকে। প্রতিটি সম্পর্কই বড়সড় আড়ম্বরের সঙ্গে শুরু হলেও শেষ হয়েছে তুমুল নাটকীয়ভাবে। তাই এবার আনা দে আরমাসের সঙ্গে তাঁর নতুন অধ্যায় নিয়ে গুঞ্জন আরও তুঙ্গে।
হলিউড চত্বরে এখন একটাই প্রশ্ন করছে—টম আর আনার বিয়ে সত্যিই কি মহাকাশে হবে, না কি মাঝ-আকাশে প্যারাশুট জাম্প দিয়ে? যাই হোক, তাঁদের প্রেমের গল্প ইতিমধ্যেই একেবারে 'মিশন ইম্পসিবল'-এর মতো রোমাঞ্চকর!
