ছোটপর্দার মাধ্যমে অভিনয় জগতে পথ চলা শুরু করেছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। বহু মানুষের পরিবারের একজন হয়ে উঠেছিলেন 'মিঠাই রানী'। পরবর্তীতে বড়পর্দা থেকে ওটিটির দুনিয়ায়ও নজর কেড়েছেন তিনি। 'মিঠাই' ধারাবাহিকটি শেষ হওয়ার পরই অভিনেতা দেবের বিপরীতে নায়িকা হিসেবে বড় পর্দায় সুযোগ আসে তাঁর। এরপর ওয়েব সিরিজেও কাজ করেন। একসময় টিভির পর্দা থেকে সমাজ মাধ্যম, সর্বত্রই যেন ছেয়ে থাকত তাঁর ছবি ও ভিডিও। কিন্তু হঠাৎ করেই যেন উধাও হয়ে যান অভিনেত্রী।
শুধু যে পর্দা থেকে নয়, সমাজ মাধ্যমে বেশ কয়েক মাস কোন ছবি বা ভিডিও পোস্ট করেননি সৌমিতৃষা। এমনকী তাঁকে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। বিশেষ কোনও কারণে নিজেকে যেন সব কিছু থেকে দূরে সরিয়ে রেখেছিলেন অভিনেত্রী। হঠাৎ কী এমন হল যে সব জায়গা থেকে উধাও হয়ে গেলেন তিনি? টলিপাড়া থেকে আমজনতা, সকলের মনেই ওঠে এই প্রশ্ন।
আগে সমাজ মাধ্যমে নিজের জীবনের নানান মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেন সৌমিতৃষা। প্রায় দু'মাস সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি বা ভিডিও দেননি তিনি। অনেক অনুরাগীরাই জানতে চান কী হয়েছে তাঁদের প্রিয় 'মিঠাই রানী'র। কিন্তু অভিনেত্রীর তরফে কোনও উত্তর আসেনি।
আগে বিভিন্ন ছবির প্রিমিয়ারে প্রায়ই দেখা যেত সৌমিতৃষাকে। হাসিমুখে সকলকে শুভেচ্ছা জানাতেন তিনি। গত দু'মাসে কোনও ছবি মুক্তির দিনই দেখা যায়নি তাঁকে। আক্ষরিক অর্থেই যেন উধাও হয়ে গেছিলেন 'মিঠাই'। তবে এতদিন মুখ না খুললেও অবশেষে জানা গেল কী কারণে তিনি সবকিছু থেকে দূরে ছিলেন, সমাজ মাধ্যমে পোস্ট করে নিজেই জানালেন সেই খবর।
আরও পড়ুনঃ রূপকথার গল্পে জুটি বাঁধছেন ইন্দ্রাণী-সিদ্ধার্থ, কোন চ্যানেলে আসছে নতুন ধারাবাহিক?
সোমবার ২১ জুলাই-এর মঞ্চে দেখা গিয়েছে সৌমিতৃষাকে। হলুদ রঙের একটি সালোয়ার কামিজ পড়ে হাজির হন তিনি। যদিও অভিনেত্রী শুভদ্রা মুখোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না থাকলেও এই বিশেষ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন সৌমিতৃষা৷ কারণ মুখ্যমন্ত্রীর খুব পছন্দের একজন মানুষ এই অভিনেত্রী। এমনকী 'মিঠাই'ও ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের ধারাবাহিকের তালিকায়।
এদিন মঞ্চ থেকে বাড়ি ফিরে অনেক দিন বাদে সমাজ মাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেন সৌমিতৃষা। যেখানে সেই হাসিমুখে আগের মতো দেখা গিয়েছে অভিনেত্রীকে। সঙ্গে লেখেন, 'যারা স্বপ্ন দেখেন তারা কখনও স্বপ্ন দেখা বন্ধ করেন না,ধীরে ধীরে সেরে উঠছি'। অর্থাৎ কিছুদিনের বিরতি নিলেও ময়দান থেকে তিনি সরে যাননি, যেমন স্বপ্ন দেখতেন তেমনভাবেই দেখছেন, এটাই বুঝিয়ে দিলেন সৌমিতৃষা।

মাঝে অবশ্য শোনা গিয়েছিল, অসুস্থতার কারণে রাজ্যের বাইরে গিয়ে সৌমিতৃষাকে চিকিৎসা করাতে হচ্ছে। এদিন ক্যাপশন সহ ছবি পোষ্ট করলেও নিজের অসুস্থতা নিয়েও কিছু জানাননি অভিনেত্রী। যদিও তাঁর অসুস্থতার খবর যে মিথ্যে নয়, তা শহিদ দিবসের মঞ্চে তাঁকে দেখে বেশ বোঝা গিয়েছে। সত্যিই অসুস্থ ছিলেন সৌমিতৃষা, সেই কারণে সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন অভিনেত্রী। তবে সুখবর এটাই যে ধীরে ধীরে সেরে উঠছেন সৌমিতৃষা। পুরোপুরি সুস্থ হয়ে কিছুদিনের মধ্যেই সম্ভবত আবার লাইট ক্যামেরা অ্যাকশনে ফিরবেন অভিনেত্রী।
