নিজস্ব সংবাদদাতা: ঠিক যেন স্টার জলসার মা ধারাবাহিকের ‘হীরা আম্মা’। সম্প্রতি অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও অনুরাগীদের ফিরিয়ে নিয়ে গেল সেই পুরনো সময়ে। ২০০৯ সালের মা ধারাবাহিকের হীরা আম্মাকে এখনও মনে রেখেছেন দর্শকেরা, অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এই চরিত্র খুব কাছের। তাঁর জীবনের অন্যতম মাইলস্টোন বলা যেতে পারে। ঠিক তেমনই একটি চরিত্রে আবার ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী।
আরও পড়ুন: জেলের ভিতরেই বীর্য চোরাচালান! সেই শুক্রাণু দিনে পাঁচ বার দেহে ঢুকিয়ে অন্তঃসত্ত্বা মহিলা কয়েদি! হতবাক প্রশাসন
ধারাবাহিককে অভিনয়ের পাশাপাশি আবার থিয়েটারে ফিরেছেন অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়। নিজের শিকড়ের কাছে বারবার ফিরতে হয়, এমনটাই মনে করেন তিনি। ঠিক তেমনভাবেই যেন প্রিয় ভালবাসার চরিত্রের কাছে আবার ফিরে গেলেন সোমা। জি বাংলার ফুলকি ধারাবাহিকে সম্পূর্ণ নেতিবাচক চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রীকে। সেই কারণেই এমন একটি লুক, যেখানে হঠাৎ করে ফিরে এসেছে হীরা আম্মার স্মৃতি। চরিত্রটিও খানিকটা তেমনই। এই লুকে একটি ভিডিও করে সোমা বন্দ্যোপাধ্যায় চ্যানেল ও প্রযোজনা সংস্থাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, “আবার এমন একটি চরিত্র করতে পারার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। দর্শকদের ভালবাসার জন্যই এইভাবে কাজ করতে পারা, তাদের জন্যই সবকিছু।” তাদের ভালবাসার জন্যই হীরা আম্মা হয়ে উঠতে পেরেছেন তিনি। আবার এমন একটি চরিত্র পেয়ে সেটাকে চ্যালেঞ্জ বলেই মনে করছেন অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানিয়েছেন, “আশা করি এই চরিত্রটি আপনাদের সকলের ভাল লাগবে। আমি খুব ভাল করে ফুটিয়ে তোলার চেষ্টা করব, আপনারা দেখে অবশ্যই জানাবেন, পাশে থাকবেন।”
টলিউডে কান পাতলেই শোনা যায়, সকলের খুব পছন্দের একজন মানুষ অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়। সকলকে খুব সহজেই নিজের করে নিতে পারেন তিনি, যদিও পর্দায় একাধিকবার অত্যন্ত নেতিবাচক চরিত্রে দর্শকদের সামনে এসেছেন তিনি, তবে বাস্তবে শুধুই ভালবাসা দিতে পারেন অভিনেত্রী। নেতিবাচক চরিত্রের পাশাপাশি ইতিবাচক চরিত্রেও একই রকম সাবলীল সোমা বন্দ্যোপাধ্যায়। তবে নেতিবাচক চরিত্রে বারবার দর্শকদের কাছে বেশি করে সমাদৃত হয়েছেন তিনি। সোমা বন্দ্যোপাধ্যায়ের মিষ্টি ব্যবহারের জন্যই সকলের খুব প্রিয় মানুষ তিনি। সেই কারণেই আজও পর্দার ঝিলিক বা ফুলকিদের সঙ্গে ভাল সম্পর্ক তার, এমনকী কিছুদিন আগেই তাদের সঙ্গে সময়ও কাটান তিনি।
আরও পড়ুন: জেলের ভিতরেই বীর্য চোরাচালান! সেই শুক্রাণু দিনে পাঁচ বার দেহে ঢুকিয়ে অন্তঃসত্ত্বা মহিলা কয়েদি! হতবাক প্রশাসন
প্রসঙ্গত, ২০০৯ সালেই শুরু হয় মা ধারাবাহিক। ৫ বছর চলার পর ২০১৩ অবশেষে শেষ হয় এই ধারাবাহিক, সাম্প্রতিক সময়ে এই ধারাবাহিকের মত জনপ্রিয়তা হাতেগোনা কয়েকটি ধারাবাহিক পেয়েছে। এই ধারাবাহিকে হীরা আম্মার চরিত্রে নানান রূপে নানান ভাবে দেখা গেছে সোমা বন্দ্যোপাধ্যায়কে। তবে এই চরিত্রের মতো জনপ্রিয়তা অন্য কোনও কাজে পাননি সোমা বন্দ্যোপাধ্যায়। একথা তিনি নিজেই স্বীকার করে নেন। তাই এত বছর পর আবার এই ধরনের একটি চরিত্র পেয়ে নিজেও দারুন খুশি অভিনেত্রী। ঝিলিকের জীবনকে হীরা আম্মা কতটা কঠিন করেছিলেন তা দর্শকেরা জানেন, যদিও পরে গল্পে বদল এসেছিল, বদলেছিলেন হীরা আম্মাও। তবে ফুলকির জীবনে এই নতুন চরিত্র কোন ভয়ংকর পরিস্থিতি নিয়ে আসতে চলেছেন, সেটাই এখন দেখার।
