নিজস্ব সংবাদদাতা: জীবন মানেই ভাঙা গড়ার অদ্ভুত খেলা। তবে বর্তমানে টলিপাড়ায় সম্পর্ক ভাঙার শব্দই যেন বেশি। যদিও ভাঙা সম্পর্ককে আবার সুন্দর করে ফিরিয়ে এনেছেন অনেকেই, তবে সম্প্রতি টলিউডে কান পাতলে শোনা যাচ্ছে ছোট পর্দার বহু চর্চিত তারকা দম্পতির মধ্যে বেড়েছে দূরত্ব। গতবছর নানা আলোচনা ও সমালোচনার পর বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। বিয়ের আগেও তাঁদের সম্পর্ক নিয়ে নানান প্রশ্ন উঠেছে। সেসব অবশ্য তাঁরা এড়িয়ে গিয়েছিলেন সুন্দর করে। বিভিন্ন সময় সম্পর্কের নানান নাম দিয়েছেন, তা নিয়েও হয়েছে বিতর্ক-সমালোচনা। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে হাসিমুখে চার হাত এক করেন ছোট পর্দার এই দুই তারকা। নায়ককে শুধুমাত্র ছোট পর্দার বললে অবশ্য একেবারেই ভুল হবে। দুই মাধ্যমেই কাজ করেছেন নায়ক, এরপর প্রাক্তন সম্পর্ক থেকে বেরিয়ে এসে সহ-অভিনেত্রীর সঙ্গে প্রেম, প্রেম করার পর খুব বেশিদিন অপেক্ষা করেননি। বিয়ে করে নতুন সংসার শুরু করেন দু’জনে। তা নিয়ে একসময় নানান সমালোচনা হলেও তাঁরা কখনওই উত্তর দেনননি সেসবের। ইন্ডাস্ট্রি বন্ধুবান্ধবদের পাশে নিয়ে চার হাত এক করে সংসার গুছিয়ে ছিলেন সুন্দর করে।

গুছিয়ে ছিলেন বললে অবশ্য হয়তো একটু ভুল হতে পারে। এখনও তাঁদের সেই সংসার আপাতদৃষ্টিতে সাজানোই আছে। তবে শোনা যাচ্ছে সম্প্রতি নাকি দম্পতির মধ্যে ঝামেলা বেশ বেড়েছে। তৈরি হয়েছে দূরত্ব। তবে মনের মিল থাকলে পাহাড় সমান দূরত্বও যে কোনও সময় মুছে দেওয়া যায়। ভালবাসা থাকলে ঝগড়া, মান-অভিমানও থাকবে, কাছের মানুষরা আশা করছেন, সম্ভবত তেমনই এক পর্ব চলছে এখন এই তারকা দম্পতির মধ্যে।
আরও পড়ুন: গাড়ির মধ্যেই ‘অপারেশন থিয়েটার’! লিঙ্গবৃদ্ধির নামে ইন্টারনেট দেখে এ কী করতেন হাতুড়ে ডাক্তার? চোখ কপালে পুলিশের

তবে নিন্দুকরা কইছেন, যা রটে তার কিছু তো ঘটেই। অনেকেই জানাচ্ছেন বিষয় বেশ গুরুতর। দুই তারকার কেউই যদিও নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে বিশেষ কথা বলতে পছন্দ করেন না। ব্যক্তিগত জীবনের চেয়ে কাজ নিয়েই কথা বেশি সাবলীল তাঁরা। তাই বিয়ের আগে হোক বা বিয়ের পরে, নিজেদের সম্পর্ক নিয়ে কখনওই খোলাগুলি কিছু বলেননি কেউই। বিয়ে থেকে হনিমুন, অধিকাংশ বিষয়ই গোপন রেখেছেন নিজেদের মধ্যে। এমনকী সামাজিক মাধ্যমেও নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ছবি তেমনভাবে প্রকাশ্যে আনেন না দু’জনের কেউই। তবে দুর্গাপূজা হোক বা কালীপুজো বেশ হাসি মুখে সামাজিক মাধ্যমে দেখা গিয়েছে তাঁদের। 

আরও পড়ুন: নারী-পুরুষ সকলেই নগ্ন হয়ে ঘোরেন! একটি সুতোও থাকে না গায়ে! দেখুন বিখ্যাত সব ‘নগ্ন সৈকত’-এর ছবি
টলিউড হোক বা বলিউড, বিচ্ছেদের সংখ্যা যেমন ক্রমশই বাড়ছে, তেমনই আবার সব সমস্যা সামলে একসঙ্গে থেকে গেছেন বহু তারকাই। আবার কাজের খাতিরে বিচ্ছেদের পর মুখ দেখাদেখি বন্ধ করা বা তিক্ততা রাখা, সেটাও এখন অতীত বহু ক্ষেত্রে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে বিচ্ছেদের পর স্বামী-স্ত্রী রূপে না থাকলে সন্তানদের জন্য তাঁরা ‘বন্ধু’ হয়ে থেকে যাচ্ছেন। সম্পর্কের এই সমীকরণ কারও কাছে ভাল, আবার কারও কাছে খারাপ। তবে ঝামেলা মানেই যে ভাঙন, তা কিন্তু একেবারেই নয়। ভুল বুঝাবুঝি মিটিয়ে আবার সুন্দর করে জীবন এগিয়ে নিয়ে যাওয়া যায়। তারকা দম্পতির সম্পর্ক কোন দিকে যায় সেটাই এখন দেখার।