সৃজিত মুখোপাধ্যায়ের ছবি নিয়ে যেমন আলোচনা হয়, ঠিক তেমনই চর্চায় থাকে পরিচালকের ব্যক্তিগত জীবনও। নায়িকাদের সঙ্গে প্রেম কিংবা সম্পর্কের গুঞ্জন হোক অথবা সমাজমাধ্যমে ট্রোলারদের কটাক্ষের পাল্টা  বুক চিতিয়ে জবাব দেওয়া। এবারেই যেমন আলোচনার কেন্দ্রে সৃজিতের সমাজমাধ্যমের একটি পোস্ট। না, না কোনও ট্রোলারকে তুলোধনা করেননি তিনি। তাহলে? তাহলে এই নিজের অঅনুকরণীয় রসবোধের ছন্দে এক হ্যাকারকে সৃজিত বুঝিয়ে দিয়েছেন তিনি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে সেই হ্যাকারের ‘চেষ্টা’ বুঝতে পারছেন। 

 

খুলেই বলা যাক বিষয়টা। রবিবার, ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে দু'টি বাক্য লেখেন সৃজিত মুখোপাধ্যায়। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় – “যিনি হরিনাভি থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করছেন, তাঁকে বলি আমি তো কাছেই থাকি। চাইলে বাড়িতে চলে আসুন, আমার ল্যাপটপ থেকেই লগইন করে নিন।”

 

এটা একদম সেই বাছাই করা ঠাট্টা-মশকরার ভঙ্গি, যাতে শুনেই বোঝা যায়—ব্যাপারটা যতটা রাগের, ততটাই কটাক্ষের। আর সৃজিতের এই সূক্ষ্ম রসবোধের পরিচয় ফের একবার পেয়ে তাতে মজেছে নেটপাড়া। তবে এর পাশাপাশি পরিচালকের উদ্দেশ্যে নেটিজেনদের বার্তা ফেসবুকের পাসওয়ার্ড যেন আরও আঁটসাঁটো করা হয়, সেদিকে যেন একটু নজর দেন সৃজিত। জানিয়ে রাখা ভাল, সোনারপুর-রাজপুর অঞ্চলের ঠিক সংলগ্ন অঞ্চলটি হরিনাভি। আর সৃজিত থাকেন দক্ষিণ কলকাতার লর্ডস অঞ্চলে। ঢিল ছোড়ার দুরুত্ব না হলেও পরস্পরের থেকে এমন কিছু দূরে অবস্থিত নয় এই দুই অঞ্চল। সেই হিসেব থেকেই পরিষ্কার সৃজিতের ‘কাছেই থাকি’ মন্তব্য। যদিও এই সৃজিত-উবাচ শুনে হ্যাকার কী বলেছেন টা জানা না গেলেও, তার হতভম্ব দশা সহজেই অনুমেয়।


এইমুহূর্তে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সৃজিত মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে শোরগোল উঠেছে টলিপাড়ায়। দু'জনকে মাঝেমধ্যেই দেখা যায় টলিপাড়ার বিভিন্ন অনুষ্ঠানে। এবার গানের টানেও এক হতে দেখা গেল তাঁদের। শনিবার শঙ্কর মহাদেবন ও হরিহরণের কনসার্ট দেখতে পৌঁছে গিয়েছিলেন জুটিতে। শুধু তাই নয়, এবার আর কোনও লুকোছাপা না করেই সমাজমাধ্যমে কনসার্টের টুকরো মুহূর্ত ভাগ করেন সৃজিত মুখোপাধ্যায়। সৃজিতের পোস্টে সুস্মিতাকে ট্যাগ করা। 

 

 

এমনকী সুস্মিতার কয়েকটি ছবিও সৃজিত তুলে পোস্ট করেছেন। তবে কি এবার গানে গানেই আরও কাছাকাছি এলেন তাঁরা? ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিংয়ের জন্য  একসঙ্গে পুরীতে অনেকটা সময় কাটিয়েছেন সৃজিত ও সুস্মিতা। সেখান থেকেই পরিচালকের সঙ্গে একটি ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেন সুস্মিতা। ছবিতে সমুদ্রের ধারে বেশ মিষ্টি মুহূর্তে দেখা যায় দু'জনকে। ছবির মতো ক্যাপশনও ছিল বেশ রঙিন। সুস্মিতা লিখেছেন, ‘স্যার আঁখো পর’। স্যার বলতে এখানে সৃজিতকেই বুঝিয়েছেন অভিনেত্রী। এই ছবি এবং ক্যাপশন দেওয়ার পর থেকেই টলিপাড়ায় কানাঘুষো শুরু হয়েছে, পরিচালক ও নায়িকা নাকি চুটিয়ে প্রেম করছেন! এমনকী এও শোনা যাচ্ছে, দু'জনে পুরীতে একান্ত সময়ও কাটিয়েছেন। প্রথমবার তাঁদের প্রেম নিয়ে ‘ডিয়ার মা’ ছবির প্রিমিয়ারে মুখ খুললেন দুই তারকা। 
অন্যদিকে, কিছুদিন আগে মঞ্চেও দেখা গিয়েছে সৃজিতকে। ‘মার্ক্স ইন সোহো’ নাটক অবলম্বনে ‘স্বপ্নসন্ধানী’ নাট্যদলের প্রযোজিত নতুন নাটক ‘মার্ক্স ইন কলকাতা’-তে। পরিচালনায় ছিলেন কৌশিক সেন, অভিনয়ে জয়ন্ত কৃপালনি এবং সৃজিত মুখার্জি। এই নাটকের সুবাদে ১৬ বছর পর মঞ্চে অভিনেতা হিসাবে প্রত্যাবর্তন হল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। এ নাটকে জয়ন্ত কৃপালনি ছিলেন কার্ল মার্ক্সের ভূমিকায় এবং সৃজিত পা গলিয়েছিলেন ‘মেফিস্টোফিলিস’ অর্থাৎ সাক্ষাৎ ‘শয়তান’-এর জুতোয়।