নিজস্ব সংবাদদাতাঃ টলিউডে আসছে নতুন প্রেমের ছবি। শোনা যাচ্ছে, ক্যামেরার লেন্স পেরিয়ে পর্দার প্রেম নাকি এবার বাস্তবেও! দুই নায়িকার মধ্যে এক নায়িকার সঙ্গে পরিচালকের ঘনিষ্ঠতা বেড়েছে, পাহাড়ে গিয়ে আরও কাছাকাছি তাঁরা। অনেক বাধা পেরিয়ে নতুন ছবির কাজ শুরু করেছেন পরিচালক, ওজন কমিয়ে আগের থেকে আরও সুপুরুষ তিনি। তরুণ-তরুণীদের মনের গল্প পর্দায় বলতে গিয়ে এবার নিজের মনই কি নিয়ন্ত্রণ হারাল পরিচালকের?
টলিউডে নতুন জুটি নিয়ে আসছেন পরিচালক। যদিও নায়ক ইতিমধ্যেই কাজ করেছেন জাতীয় স্তরে, নায়িকা হলেন জনপ্রিয় বাবার একমাত্র কন্যা। আছেন আরেক নায়িকা, বড় পর্দায় আগে একটি কাজ করলেও ছোট পর্দায় তিনি জনপ্রিয় মুখ। শোনা যাচ্ছে, সেই নায়িকার জন্যই মন দুর্বল হয়ে পরেছে পরিচালকের। মাঝে কাজে নানা বাধা আসায় মনখারাপ ছিল পরিচালকের, তাঁর ভবিষ্যৎ নিয়ে উঠেছিল প্রশ্ন। তবে এখন সেই মনের অসুখ অতীত, বরং কাজের মাঝে নায়িকায় মজে পরিচালকের মন।
কলকাতা এবং পাহাড়ে দুই জায়গায় চলেছে শুটিং। পর্দায় অবশ্য প্রেমের গল্প বলতেই পছন্দ করেন পরিচালক। এর আগেও টলিউডের বিখ্যাত রিয়েল লাইফ জুটিকে নিয়ে বানিয়েছেন একটি মিষ্টি প্রেমের ছবি। অর্থাৎ পর্দা হোক বা বাস্তব, সবসময়ে সর্বত্র প্রেমে বিশ্বাসী এই পরিচালক মহাশয়!
