তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে জানার আগ্রহ সকলের থাকে, তবে অনেকেই নিজেদের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনেন না। আবার কেউ কেউ জীবনের প্রত্যেকটা মুহূর্ত সমাজমাধ্যমে তুলে ধরেন। ঠিক তেমনই জীবনের নতুন অধ্যায়ের কথা সমাজমাধ্যমে জানালেন অভিনেত্রী এবং ইনফ্লুয়েন্সার তিথি বসু। এর আগেও যখন প্রেম করেছেন, সমাজমাধ্যমে এবং বিভিন্ন অনুষ্ঠানের প্রেমিককে সামনে এনেছিলেন তিথি। তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে নতুন সম্পর্কের কথা সামনে আনলেন তিথি বসু।

 

 

 

খেলার জগতের সঙ্গে যুক্ত দেবায়ুধ পালের সঙ্গে প্রেম করতেন তিথি বসু। এক সময় সমাজমাধ্যমে দু'জনের নানা মুহূর্ত দেখেছেন অনুরাগীরা। প্রেমিকের কথা কখনওই লুকিয়ে রাখেননি তিনি, আবার বিচ্ছেদের কথাও হলেও লুকোননি। বিচ্ছেদের পর একটা খারাপ সময় পেরিয়ে অবশেষে আবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিথি। 

 

 

 

 

এই মুহূর্তে অভিনয় জগৎ থেকে খানিকটা দূরে রয়েছেন তিনি, ভ্লগিং করেন। নিজের মত প্রচুর কাজ করেন তিথি। তবে পছন্দ মতো চরিত্র না পেলে হয়তো অভিনয় জগতে এখনই ফিরবেন না তিথি। তবে দেবায়ুধ এখন তাঁর জীবনে অতীত, বেশ কিছুদিন একা সময় কাটালে ও অবশেষে জীবনের নতুন সঙ্গী খুঁজে পেয়েছেন তিথি। প্রথমবার সমাজমাধ্যমে প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করলেন তিনি।

 

আরও পড়ুন: Exclusive: অভিনয়ের পাশাপাশি এবার অন্য ভূমিকায় রুকমা রায়! নতুন যাত্রা শুরু নিয়ে কী বললেন অভিনেত্রী?

 

 

প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত দেখা যাচ্ছে তিথিকে। এর আগে তাঁর প্রেমিককে সরাসরি সামনে আনলেও এবার নাম প্রকাশ্যে আনেননি এমনকি মুখও ঢেকে রেখেছেন। অতীতেই সবটা সামনে আনলেও সেই সম্পর্ক তাঁর টেকেনি, সেই কারণেই হয়তো এবার আর একই ভুল করলেন না তিথি।

 

 

 

সমাজমাধ্যমে সম্পর্ক সামনে আনায় এর আগে একাধিকবার ট্রোলিংয়ের শিকার হয়েছেন তিনি। তাঁকে এবং তাঁর প্রাক্তন প্রেমিককে নানা কথা শুনতে হয়েছে নেটিজেনদের কাছে। তবে সা

সমাজমাধ্যমে এই ধরনের কটাক্ষকে কখনওই কান দেননি তিথি। তাঁকে নিয়ে একাধিকবার নানা কুমন্তব্য করেছেন নেটিজেনরা। কিছুদিন আগেও তাঁর একটি ভ্লগকে কেন্দ্র করে ফের বিতর্ক শুরু হয়। অবশ্য এই বিতর্কের যোগ্য জবাবও দিয়েছেন তিথি। 

 

 

 

তবে যখন শুধুই অভিনয় করতেন তখন দর্শকদের ভালবাসাই পেয়েছেন। স্টার জলসার 'মা' ধারাবাহিকে ছোট্ট ঝিলিককে আজও ভোলেননি দর্শক। ধারাবাহিক এর মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'মা'। ছোটপর্দা থেকে বড়পর্দা বিভিন্ন মাধ্যমে কাজ করলেও এই ধারাবাহিকই সবচেয়ে জনপ্রিয়তা দিয়েছে তিথিকে। 

 

 

 

মাঝে বেশ কিছুদিন অভিনয় জগত থেকে সম্পূর্ণ বিরতিতে ছিলেন তিনি। তবে একদম যে অভিনয় ছেড়ে দিয়েছেন তা নয়, পছন্দমত স্ক্রিপ্ট পেলে আবারও পর্দার সামনে দেখা যাবে তিথিকে। তবে এই মুহূর্তে নানা ধরনের কাজ করছেন তিনি। চুটিয়ে ভ্লগিং করার পাশাপাশি বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট কাজও করছেন। আসলে শুধু অভিনেত্রী হিসেবেই নিজেকে আবদ্ধ রাখতে চাননি। মাঝে তাঁর একটি ছবিকে কেন্দ্র করে খবর ছড়িয়ে পড়ে যে অত্যন্ত অল্প বয়সেই বিয়ে করছেন তিথি। তবে এই সব বিষয়কে খুব একটা গুরুত্ব দেন না তিনি, কখনও মজা পান আবার কখনও খারাপ লাগলেও খুব প্রয়োজন না পড়লে তা প্রকাশ করেন না। অবশেষে অনেক খারাপের মাঝে নিজের জীবনের একটি ভাল খবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিথি।