নিজস্ব সংবাদদাতা: টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শুভশ্রী। অভিনেত্রী তাঁর অভিনয়ের জন্য দারুণভাবে প্রশংসিত ইন্ডাস্ট্রিতে। টলিউডে একের পর এক সিনেমা-সিরিজে কাজ করে এখন শুভশ্রী এখন জনপ্রিয়তার তুঙ্গে। অনেকেই মনে করেন যে বাংলা সিনেমাতেই প্রথম ডেবিউ করেছিলেন শুভশ্রী। কিন্তু আসলে তা নয়। শুভশ্রীর অভিনয়ে হাতেখড়ি হয় এই আঞ্চলিক ভাষার সিনেমার মাধ্যমে।

শুভশ্রী তখন একবারে কেরিয়ারের প্রথম অধ্যায় শুরু করতে চলেছেন। বর্ধমানের মেয়ে শুভশ্রী নিজেকে প্রমাণ করার জন্য রীতিমতো কসরত করছেন। ভেবেছিলেন বাংলা সিনেমাতেই প্রথম অভিনয় করবেন। কিন্তু সেটা হল না। ২০০৮ সালে ওড়িয়া সিনেমা ‘মাতে তা লাভ হেলারে’ দিয়ে তাঁর ডেবিউ। এই সিনেমা সেই সময় খুব হিট হয়। এই সিনেমাটি স্টুডেন্ট নম্বর ১ তেলেগু সিনেমার ওড়িয়া রিমেক। এই সিনেমায় সিদ্ধান্ত মহাপাত্র ও অনুভব মোহান্তির সঙ্গে অভিনয় করেছিলেন শুভশ্রী।
এই ছবিতে অনুভব মোহান্তির সঙ্গে বেশ ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা যায় শুভশ্রীকে। প্রথম ছবিতেই বেশ খোলামেলা দৃশ্যে বাজিমাত করেছিলেন তিনি। তবে এর আগে শুভশ্রী নিজেই জানিয়েছিলেন, যে একমাত্র 'ধূমকেতু' ছবিতেই দেবের সঙ্গে চুমুর দৃশ্যে দেখা যাবে তাঁকে। এর আগে বা পরে ঘনিষ্ঠ দৃশ্যে একেবারেই স্বাচ্ছন্দ্যবোধ নাকি করেননি অভিনেত্রী। তবে বর্তমানে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে অনুভব ও শুভশ্রীর ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যের ছবি। যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

২০১৫-এর অক্টোবর মাসে শুটিং শুরু হয়েছিল দেব-শুভশ্রী 'ধূমকেতু'-এর। তারপরই সেই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় আর তখন ছবি মুক্তি পায়নি। মাঝে কেটে গিয়েছে প্রায় ৯টা বছর। তবে তাতে এই ছবি নিয়ে বাংলার দর্শকদের আগ্রহ বিন্দুমাত্র কমেনি। চলতি বছরের অগস্টে অবশেষে 'ধূমকেতু' মুক্তি পেতে চলেছে। সেখানে বহু বছর পর দেব-শুভশ্রীকে ফের জুটিতে দেখতে পাবেন দর্শক।
যদিও শুরুতে পার্শ্বচরিত্রে অভিনয়ে পথ চলা শুরু হয়েছিল শুভশ্রীর। শুধু তাই নয়, জিতের নায়িকা হওয়ার আগে শুভশ্রী আগে জিতের বোন হিসাবে অভিনয় করেছিলেন সিনেমায়। অভিনেতা জিতের সঙ্গে ‘বস’, ‘গেম’ এবং ‘অভিমান’ একের পর এর বাংলা হিট সিনেমায় সহ অভিনেত্রী হিসেবে কাজ করেন তিনি। তবে টলিউডে প্রথম বাংলা সিনেমা ‘পিতৃভূমিতে’ জীতের বোনের ভূমিকায় ছিলেন শুভশ্রী। ছবিতে মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছিলেন জিৎ এবং স্বস্তিকা মুখোপাধ্যায়।

টলিউডে শুভশ্রীর সফর শুরু হয় ২০০৮ সালেই। এই বছর ‘বাজিমাত’ ছবিতে অভিনেতা সোহম চক্রবর্তীর বিপরীতে শুভশ্রীকে প্রথমবার নায়িকার চরিত্রে দেখা যায়। এরপরই তিনি ২০০৯ সালে দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ’ সিনেমায় অভিনয় শুরু করেন। ওড়িয়া ও টলিউড সিনেমায় অভিনয় করার পাশাপাশি শুভশ্রী বলিউডেও কাজ করেছেন। হিন্দি ছবিতেও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শুভশ্রী। ২০১৪ সালে মুক্তি পেয়েছিল স্পার্ক। এই ছবিতে রজনীশ দুগ্গলের বিপরীতে অভিনয় করেন নায়িকা। এক কথায় বলা যায়, টলিউড, ওড়িয়া, বলিউড এই তিন ভাষাতেই অভিনয় করেছেন শুভশ্রী।
