ছোটপর্দায় দর্শকের মন জয় করেছেন শোলাঙ্কি রায় ও তিতিক্ষা দাস। দুই নায়িকাই তাঁদের অভিনীত চরিত্রের জন্য দারুণ প্রশংসিত হয়েছেন দর্শক মহলে। শোলাঙ্কিকে যদিও ছোটপর্দায় এখন আর দেখা যায় না। দর্শক তাঁকে শেষ দেখেছিলেন স্টার জলসার ধারাবাহিক 'গাঁটছড়া'য়। এরপর যদিও ছবি ও সিরিজের মাধ্যমে অনুরাগীদের মন কেড়েছেন অভিনেত্রী।

 

অন্যদিকে, তিতিক্ষা দাস ছোটপর্দার পরিচিত মুখ। 'দুই শালিক' ধারাবাহিকে অভিনয় করে যেন অনুরাগী সংখ্যা আরও বেড়েছে তাঁর। ওই ধারাবাহিক শেষ হতেই তাই তিতিক্ষার ফেরার অপেক্ষায় আছেন দর্শক। এবার জোড়া আনন্দ দুই নায়িকার অনুরাগীদের মধ্যে। কারণ, একসঙ্গে দু'জনেই ফিরছেন টেলিভিশনে! কোন ধারাবাহিকে দেখা যেতে চলেছে শোলাঙ্কি ও তিতিক্ষাকে? 

সান বাংলার ধারাবাহিক 'ভিডিও বৌমা'তে অতিথি হিসেবে আসছেন দু'জন। 'ভিডিও বৌমা'তে দেখা যেতে চলেছে এক বিশেষ পর্ব। যে পর্বে ইলিশ উৎসবে মাতবে গল্পের চরিত্ররা। গল্পের নায়ক-নায়িকা আকাশ-মাটির আয়োজনে ইলিশ উৎসবে সামিল হবেন শোলাঙ্কি ও তিতিক্ষা। কিন্তু এই আনন্দ-আয়োজনের মাঝেও বিপদের আঁচ। আকাশের সৎ মা রিমঝিম লাহিড়ী, বিশাখার সঙ্গে হাত মেলায়। তারা ষড়যন্ত্র করে আকাশকে মেরে ফেলতে চায়। প্ল্যান অনুযায়ী, আকাশকে অজ্ঞান করে কফিনের ভিতরে ঢুকিয়ে রাখে তারা। এদিকে, মাটি আকাশকে হন্যে হয়ে খুঁজে বেড়ায়। শোলাঙ্কি ও তিতিক্ষার সাহায্যে কি আকাশকে বিপদের হাত থেকে উদ্ধার করতে পারবে মাটি? উত্তর মিলবে ৩১ জুলাই ধারাবাহিকের জমজমাট পর্বে। 

 

আকাশ-মাটির জীবনধারা একেবারে আলাদা‌। তবুও গল্পের মোড়ে এক হয়ে যায় তাদের রাস্তা। শুরু থেকেই এই মেগা জায়গা করে নিয়েছে দর্শক মহলে। গল্পের নিত্যনতুন মোড় দারুণ পছন্দ করছেন দর্শক। গল্পে হঠাৎই আকাশ ও মাটির বিয়ে হয়েছে। আকাশ যদিও বিয়েতে বিশ্বাস করে না। ফলোয়ার বাড়ানোর তাগিদে মাটিকে বিয়ে করে আকাশ। তবে বহুবার বিভিন্ন রকমারি পর্বের জন্য কটাক্ষের মুখে পড়েছে এই মেগা।


কিছুদিন আগে ধারাবাহিকের পর্বে দেখা গিয়েছিল  মাটি জানতে পারে যে দু'দিন পরেই আকাশের জন্মদিন। কিন্তু কোনও এক অজানা কারণে লাহিড়ী বাড়িতে পালিত হয়না আকাশের জন্মদিন। এদিকে রিম মতলব করে মাটিকে বলে জন্মদিন উপলক্ষে আয়োজন করতে। মাটিও খুশি হয়ে শুরু করে আয়োজন। কিন্তু আকাশের জন্মদিনের দিনেই ঘটেছিলো এক অঘটন। মারা গিয়েছিলেন আকাশের মা-তারপর থেকেই জন্মদিন পালনে ঘোর আপত্তি আকাশের।

 

আরও পড়ুন: নতুন চরিত্র নিয়ে ছোটপর্দায় ফিরছেন বিয়াস ধর, কোন ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে?

 

কিন্তু এইসব কিছু না জেনেই মাটি এক বিশাল আয়োজন করে। সন্দেশ দিয়ে বানায় সুন্দর একটা কেক। পরিকল্পনা করেই মাটিকে আকাশের মায়ের একটা শাড়ি পড়তে বলেন রিম। জন্মদিনের পার্টির মধ্যেই ঘটে বিপদ! এত আয়োজন দেখে রাগে ফেটে পরে আকাশ। সমস্ত রাগ উগড়ে দেয় মাটির উপর।

 

মাটি বুঝতে পারে আকাশের মনে গভীর ক্ষত। তাই সে এতদিন ধরে নিজেকে দূরে সরিয়ে রেখেছে তার বাবার থেকে। মায়ের মৃত্যুর জন্য বাবাকেই দায়ে করে সে! যদিও আকাশ-মাটি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে আবারও কাছাকাছি আসে। এবার গল্পের নতুন মোড়ে কি সত্যিই আলাদা হবে দু'জনের পথ?