নিজস্ব সংবাদদাতা: বহুদিন পর বড়পর্দায় ফিরেছেন অভিনেত্রী শতাব্দী রায়। মৈনাক ভৌমিকের পরিচালনায় 'বাৎসরিক'-এ দেখা গিয়েছে তাঁকে। ভৌতিক ঘরানার এই ছবিতে রহস্যময়ীর চরিত্রে দেখা গিয়েছে শতাব্দীকে। এই ছবির মাধ্যমে যেহেতু বহু বছর পর টলিউডের পর্দায় ফিরলেন অভিনেত্রী, তাই মেয়ে শামিয়ানা এই প্রথমবার মাকে পর্দায় দেখল সে।
মায়ের ছবির প্রিমিয়ারে এসে এই কথা জানিয়েছিল শামিয়ানা। পর্দায় মায়ের অভিনয় দেখে এবার সে-ও কি একই পথে পা বাড়াতে চলেছে? শতাব্দীর সমাজমাধ্যমে চোখ রাখলে তেমনই ইঙ্গিত মিলছে। দেখা যাচ্ছে, মেয়ে শামিয়ানাকে সঙ্গে নিয়ে 'ফুল কেন লাল হয়' গানে নেচে রিল ভিডিও বানিয়েছেন শতাব্দী। অভিনেত্রীর পরনে গোলাপী শাড়ি। মেয়েকেও কালো রঙের একটি শাড়িতে সাজিয়েছেন তিনি।
'গুরুদক্ষিণা' ছবির এই সুপারহিট গানে বহুদিন পর শতাব্দীকে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। মা-মেয়ের মিষ্টি যুগলবন্দি দেখে ভালবাসায় ভরিয়েছেন নেটিজেনরা। এই ভিডিওতে শামিয়ানাকে বাংলা ছবির পর্দায় দেখার আবদার জানিয়েছেন অনেকেই। যদিও ভবিষ্যতে মায়ের পথই অনুসরণ করবেন কিনা শামিয়ানা, তা এখনও জানা যায়নি।
