বহুদিন পর বড়পর্দায় ফিরেছেন অভিনেত্রী শতাব্দী রায়। মৈনাক ভৌমিকের পরিচালনায় 'বাৎসরিক'-এ দেখা গিয়েছে তাঁকে। ভৌতিক ঘরানার এই ছবিতে রহস্যময়ীর চরিত্রে দেখা গিয়েছে শতাব্দীকে। বহু বছর পর পর্দায় ফিরে দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন অভিনেত্রী। বর্তমানে তাঁকে সমাজমাধ্যমে বেশ সক্রিয় থাকতে দেখা যায়।

মেয়ের সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্ত থেকে শুরু করে নিজের জীবনের নানা কথা সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় শতাব্দীকে। এবার জীবনের এক না বলা প্রেমের গল্প সামনে আনলেন অভিনেত্রী। বয়স বাড়লেও এখনও পর্যন্ত তিনি নাকি ভুলতে পারেননি সেই প্রেমিককে। খুল্লাম খুল্লা এমনটাই জানিয়েছেন তিনি একটি ভিডিওতে।
সম্প্রতি, সমাজমাধ্যমে একটি ভিডিও ভাগ করেন শতাব্দী রায়। ওই ভিডিওর শুরুতেই তিনি বলেন, "আমার এক গায়কের প্রতি প্রেম ছিল। এ কথা কেউ জানে না।" তবে নায়িকার এই প্রেম যে এক তরফা তা-ও ভিডিওতে খোলসা করেছেন তিনি। অল্প বয়সে গায়কের গান শুনে রীতিমতো প্রেমে পাগল হয়ে যান শতাব্দী।
এরপর গায়কের একটা সাক্ষাত্কার বের হয় বিনোদন ম্যাগাজিনে। শতাব্দীর কথা শুনে বোঝা গেল, সেখানে গায়কের ছবি দেখে শতাব্দীর প্রেম আরও বেড়ে গিয়েছিল। গায়কের মা অভিনেত্রী ছিলেন। শতাব্দী তাঁর কাছে গায়কের প্রসঙ্গ উত্থাপন করেন। নায়িকার বক্তব্য, ”আমার বয়স তখন ১৭-১৮। আমি ভাবছি গায়কের বয়স কি ২৫? তা হলে বিয়ে হবে। এদিকে তাঁর মা বললেন, তিনি আমার চেয়ে অনকে বড়। আমি বললাম, ‘হতে পারে না!’ তাঁর মা অবাক। তিনি বলছেন, গায়কের বয়স কত সেটা তো তিনি জানবেনই”।
গায়কের জন্য শুটিং ছেড়ে একদিন টালিগঞ্জের স্টুডিওতে পৌঁছে গেলেন নায়িকা। কিন্তু এরপরই গল্পে টুইস্ট। গায়ক সেখানে প্রবেশ করার পর তাঁকে দেখে একদমই ইমপ্রেসিভ লাগেনি নায়িকার। তাই তিনি কথা না বলে চলে এসেছিলেন। শতাব্দীর বক্তব্য, ”আপনারা এই গল্পটা জানলেন। কিন্তু গায়ক কোনওদিন জানতে পারলেন না, আমি তাঁর প্রেমে পড়েছিলাম। তাঁর জন্য আমি কীরকম পাগল ছিলাম। পরেও তাঁর গান শুনেছি।” এই গায়কের নাম কী, সেটা অবশ্য অনুরাগীদের খুঁজে বের করতে বলেছেন অভিনেত্রী। তা নিয়েই এখন টলিপাড়ায় জল্পনা শুরু হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, মৈনাক ভৌমিকের 'বাৎসরিক' ছবির মাধ্যমে যেহেতু বহু বছর পর টলিউডের পর্দায় ফিরলেন অভিনেত্রী, তাই মেয়ে শামিয়ানা এই প্রথমবার মাকে পর্দায় দেখল সে। মায়ের ছবির প্রিমিয়ারে এসে এই কথা জানিয়েছিল শামিয়ানা। পর্দায় মায়ের অভিনয় দেখে এবার সে-ও কি একই পথে পা বাড়াতে চলেছে? শতাব্দীর সমাজমাধ্যমে চোখ রাখলে তেমনই ইঙ্গিত মিলছে। সম্প্রতি দেখা গিয়েছে, মেয়ে শামিয়ানাকে সঙ্গে নিয়ে 'ফুল কেন লাল হয়' গানে নেচে রিল ভিডিও বানিয়েছেন শতাব্দী। অভিনেত্রীর পরনে গোলাপী শাড়ি। মেয়েকেও কালো রঙের একটি শাড়িতে সাজিয়েছেন তিনি।
'গুরুদক্ষিণা' ছবির এই সুপারহিট গানে বহুদিন পর শতাব্দীকে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। মা-মেয়ের মিষ্টি যুগলবন্দি দেখে ভালবাসায় ভরিয়েছেন নেটিজেনরা। এই ভিডিওতে শামিয়ানাকে বাংলা ছবির পর্দায় দেখার আবদার জানিয়েছেন অনেকেই। যদিও ভবিষ্যতে মায়ের পথই অনুসরণ করবেন কিনা শামিয়ানা, তা এখনও জানা যায়নি।
