নিজস্ব সংবাদদাতা: অসুস্থতা যেন পিছু ছাড়ছে না রুক্মিণী মৈত্রর। তবে এবার এতটাই গুরুতর অসুস্থ তিনি যে হাসপাতালে ভর্তি করতে হয় অভিনেত্রীকে। এই অসুস্থতার মধ্যেও হাসপাতালের বেডে শুয়েই নিজের ছবি 'বিনোদিনী' নিয়ে সমাজমাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছেন রুক্মিণী। কিছুতেই হার না মানার শপথ নিয়েছেন পর্দার 'নটী'।
কয়েকদিন আগে মুক্তি পেয়েছে 'বিনোদিনী: একটি নটীর উপাখ্যান'। ছবিতে রুক্মিণীর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে সমালোচক মহলে। ছবি মুক্তির পরই অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী। জ্বরের মাত্রা ১০২ ডিগ্রি তাঁর, একথা নিজেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। শারীরিক অসুস্থতা এতটাই বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছয় যে হাসপাতালে ভর্তি করতে হয় রুক্মিণী মৈত্রকে। হাসপাতালের বেডে শুয়ে স্যালাইন হাতে একটি ছবি ভাগ করে রুক্মিণী লিখেছেন, 'হাল ছাড়ছি না বরং যুদ্ধ চালিয়ে যাচ্ছি।'
প্রসঙ্গত, এই ছবির শুটিংয়ের সময় প্রায় ১০৪ ডিগ্রি জ্বরের মাত্রায় ভোগেন রুক্মিণী। এমনকী ফ্লোরে পা ভেঙে যায় তাঁর। তবে রুক্মিণীর অদম্য ইচ্ছা এবং প্রাণশক্তির জন্যই সব অসুস্থতাকে কাবু করে নাচে দৃশ্যের শুটিং করেন। অসুস্থতার জন্য শুটিং এর কোনও ক্ষতি হোক, তা কিছুতেই চাননি অভিনেত্রী। পাঁচ বছর আগে দেখা স্বপ্নকে অসম্পূর্ণ রাখতে চাননি তিনি। সেই কারণে এইবারও গুরুতর অসুস্থ হয়েও হাসপাতাল থেকেই ছবির প্রচার চালিয়ে যাচ্ছেন রুক্মিণী।
