বাড়ির পুজোয় পাঁচদিনই পাওয়া যায় 'টলি কুইন' কোয়েল মল্লিক। মল্লিক বাড়ির দালানে দুর্গা প্রতিমাকে বরণ করতে দেখা গেল তাঁকে। বাড়ির সবার সঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠলেন অভিনেত্রী। দশমীতে কোয়েলের পরনে ছিল লাল-সাদা শাড়ি ও হালকা সোনার গয়না। ছিমছাম সাজেই যেন অপরূপা কোয়েল।

 

 

 

১০১ বছরে পা দিল এই বনেদি বাড়ির পুজো। মহাষ্টমীতে কুমারী পুজোর আয়োজন করা হয়। পরিবারের সদস্যরা ছাড়াও বাইরে থেকেও অনেকে আসেন ভবানীপুরের মল্লিক বাড়ির কুমারী পুজো দেখতে। অষ্টমীর অঞ্জলি শেষে চলে ভোগ খাওয়া। অভিনেত্রী হিসেবে নয়, পুজোর ক’টাদিন বাড়ির মেয়ে হিসেবে অতিথি আপ্যায়নে ব্যস্ত থাকেন কোয়েল মল্লিক। 

 

 

 

 

বরাবরের মতো এবারও বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিককে দেখা গেল পুজোর তদারকি করতে।ছেলে কবীরকে নিয়ে ছিলেন নিসপাল সিং। ছিলেন সুরিন্দর সিং-ও। ঠাকুর বরণ করে পরিবারের সকলের সঙ্গে বিজয়া সারলেন কোয়েল। তবে এদিন দেখা গেল না টলি কুইনের মেয়ে কাব্যকে। 

 

 

 

 

সপ্তমীর দিন বাড়ির পুজোয় মেয়েকে প্রথমবার সামনে এনেছিলেন অভিনেত্রী। ছোট্ট কাব্যকে সারা পুজো জুড়ে দেখা গিয়েছিল কখনও বাবার কোলে, কখনও আবার মায়ের কোলে। কখনও আবার দাদা কবীরের সঙ্গে খুনসুটিতে মেতেছিল সে। একরত্তির এই প্রথম পুজো। কতটা আবেগপ্রবণ কোয়েল মল্লিক? আজকাল ডট ইন-কে অভিনেত্রী বলেন, "কী আর বলব বলুন! ওর প্রথম পুজো, নিজে তো এখনও এতকিছু বোঝাতে পারে না, তবে আমি বুঝেছি, সবার সঙ্গে থেকে ও খুব খুশি হয়েছে। কাব্যকে সাজানো, ওকে তৈরি করা, ঠাকুর দালানে নিয়ে আসা, এই গুলো করতে আমার নিজের খুব মজা লেগেছে। আশা করি, ওর ভাল লেগেছে অনেক বেশি‌।" 

 

 

আরও পড়ুন: প্রেমে মাখামাখি ছোটপর্দার 'কম্পাস', কোন নায়কের সঙ্গে পুজো মণ্ডপে দেখা গেল নায়িকাকে?

 

 

দশমীতে কি মন খারাপ কোয়েলের? প্রশ্ন করতেই হাসিমুখে টলি কুইনের জবাব, "আবার অপেক্ষা শুরু। একটা গোটা বছর ঘুরে আবার মা আসবেন। এই অপেক্ষাটার একটা আলাদা ভাললাগা আছে। মন খারাপটা তাই ভুলে গিয়ে আবার অপেক্ষায় মন দিই।"