নিজস্ব সংবাদদাতা: দর্শকের কাছে 'মিশকা' নামেই পরিচিত অভিনেত্রী অহনা দত্ত। স্টার জলসার ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'য় খল নায়িকার চরিত্রে অভিনয় করে দর্শক মহলে পেয়েছিলেন দারুণ জনপ্রিয়তা। অভিনয় জগৎ থেকে দূরে মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি। অভিনেত্রীর কোল আলো করে এল ফুটফুটে কন্যা সন্তান।
মা চাঁদনী গাঙ্গুলির অমতে রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অহনা। দীপঙ্করের সঙ্গে মেয়ের সম্পর্ক কিছুতেই মানতে পারেননি চাঁদনী। তাই মেয়ের মুখ দেখা অবধি বন্ধ করেছিলেন তিনি। মা-মেয়ের দূরত্ব তৈরি হলেও অন্তঃসত্ত্বা অবস্থায় অহনার যত্নের ত্রুটি রাখেননি স্বামী দীপঙ্কর।
মাতৃত্বকালীন সময়ে অহনা মাঝেমধ্যেই ভাগ করে নিতেন গর্ভের সন্তানের নিয়মিত নড়াচড়া করে উপস্থিতি জানান দেওয়ার বিষয়। কখনও আবার মাঝরাতের ক্রেভিং রক্ষা করতে বরের হাতের বিরিয়ানি, সবটাই অহনা তুলে ধরতেন অনুরাগীদের সঙ্গে। অহনার দিনের বেশিরভাগ সময় যেভাবে এখন কাটত, তা সমাজমাধ্যমে ভাগ করে নিতে দেখা যেত অভিনেত্রীকে। ২১ বছর বয়সে মা হয়েছেন অহনা। তাই তিনি চেষ্টায় ছিলেন স্বাভাবিকভাবেই সন্তানের প্রসব করার। তাই অহনা এমন কিছু যোগাসন অভ্যাস করেছিলেন যেগুলি তাঁকে স্বাভাবিক প্রসবে সাহায্য করবে। শরীরচর্চার ভিডিও সমাজমাধ্যমে ভাগ করেছিলেন অভিনেত্রী।
কিছুদিন আগে তাঁর তৈরি একটি রিল ভিডিও ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। যদিও সেসব বিতর্কে কান দেননি অহনা। তবে অভিনেত্রীর কিছুদিন আগের একটি ভিডিওটি দেখে একটু অবাক হয়েছিলেন নেটিজেনরা। কারণ, পুরো ভিডিওতে অভিনেত্রী হবু সন্তানকে মেয়ে বলেই সম্বোধন করেছিলেন। তাহলে কি অভিনেত্রী আগেই জেনে গিয়েছিলেন যে তাঁর কন্যা সন্তানই আসছে? এই প্রশ্ন ঘুরছিল নেটিজেনদের মনে।
সন্দীতানের জন্মের আগে দীপঙ্করের পরিবারের কাছে সাধও খেয়েছিলেন অহনা। মাতৃত্বের প্রতিটা মুহূর্ত দারুণভাবে উপভোগ করেছেন অহনা। এবার সন্তানকে নিয়ে নতুন পথ চলা শুরু করলেন অহনা-দীপঙ্কর।
আরও পড়ুন: একসঙ্গে ছোটপর্দায় ফিরছেন শোলাঙ্কি-তিতিক্ষা? কোন ধারাবাহিকে দেখা যাবে দুই নায়িকাকে?
কিছুদিন আগেই অহনা ভাগ করেছিলেন ননদের বাড়িতে সাধ খাওয়ার সঙ্গে একটা মজার নিয়মও। সেখানে হবু মাকে একটা মজার খেলা খেলতে দেন অভিনেত্রীকে। দুটো ঢাকা দেওয়া পাত্রের মধ্যে কোনটায় নোড়া আর কোনটায় প্রদীপ আছে সেটা আন্দাজ করতে হবে। অহনাও সঙ্গে সঙ্গে সঠিক উত্তর দেন এবং প্রদীপের পাত্রটির ঢাকা আগে সরান। তখন তাঁর ননদ বলে ওঠেন নিয়ম অনুযায়ী প্রদীপ আগে সামনে এসেছে যখন তখন নাকি অহনার মেয়ে হবে। এই কথা শুনে খুশি হয়ে যান অভিনেত্রীও। তবে কি অহনার ইচ্ছেপূরণ হতে চলেছে? মেয়ের মা হবেন তিনি? যদিও তখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী। তবে অহনার ইচ্ছে পূরণ হল। মেয়ের মা হলেন অভিনেত্রী।
সমাজমাধ্যমে দীপঙ্কর লেখেন 'মা'। এর থেকেই অনুরাগীরা অনুমান করেন তাঁদের কন্যা সন্তান আসার খবর। এর আগেও এক সাক্ষাৎকারে দীপঙ্কর জানিয়েছিলেন, ভবিষ্যতে তাঁর মা তাঁর এবং অহনার সন্তানের রূপে এই পৃথিবীতে আসুক, তিনি তাই চান।
সন্তানের জন্য ইতিমধ্যেই কেনাকাটা করে ফেলেছেন অহনা ও দীপঙ্কর। সেই কথাও সমাজমাধ্যমে জানিয়েছিলেন অভিনেত্রী। স্ত্রীকে যে এই সময় আগলে রাখেছিলেন দীপঙ্কর, তা বোঝাই যাচ্ছে অহনার সমাজমাধ্যমে পোস্ট করা ভিডিওগুলো থেকে। মায়ের থেকে আলাদা থাকলেও, মায়ের সঙ্গে সম্পর্ক না থাকলেও যে অহনার যত্নের কোনও ত্রুটি রাখেননি দীপঙ্কর, তা স্পষ্ট।
