জি বাংলার ধারাবাহিক 'তুই আমার হিরো'র নতুন টুইস্ট নিয়ে এখন শোরগোল পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। গল্পে ঋতমের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তীকে। ধারাবাহিকে তাঁর বিয়ে হয় নায়িকা আরশির দিদি কাঁকই-এর সঙ্গে। কিন্তু বিয়ের পর হঠাৎই রূপ বদলাতে থাকে ঋতম। যে মেয়েকে ভালবেসে বিয়ে করেছিল সে। সেই স্ত্রীকে ফেলে অন্য সম্পর্কে জড়িয়েছে ঋতম!

তবে এক্ষেত্রে রয়েছে গল্পের আসর টুইস্ট। ঋতম সমকামী, তাই কোনও মহিলা নয়, পুরুষের প্রেমে পড়েছে সে। আর সমাজের চোখে নিজের আত্মপরিচয় গোপন রাখার জন্য কাঁকইকে বিয়ে করে সে। শাক্য আর আরশির কাছে প্রেমিকের সঙ্গে ধরা পড়ে ঋতম। বড় চুল, শাড়ি, মেকআপে প্রথমে তাকে চিনতে না পারলেও পড়ে শাক্য-আরশির কাছে ঋতমকের পরিচয় ফাঁস হয়। এই পর্বটি সম্প্রচারিত হওয়ার পর থেকেই জোর চর্চা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। অভিনেতা সায়ক চক্রবর্তীর দিকে ধেয়ে এসেছে কটাক্ষের তির।

পর্দায় সমকামী চরিত্রে অভিনয় করার ফলে সায়কের দিকে তুমুল নেতিবাচক মন্তব্য ছুড়ে দিয়েছেন নেটিজেনরা। এমনকী তাঁকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি। অভিনীত চরিত্রের জন্য এত নেতিবাচক মন্তব্য কতটা আঘাত দিয়েছে সায়ককে? আজকাল ডট ইন-কে সায়ক চক্রবর্তী জানান, এই বিষয়ে তিনি ভাবতেই চান না। কারণ, ইতিবাচক মন্তব্যকেই বেশি প্রাধান্য দেন তিনি।
সায়কের কথায়, "আমার ইন্ডাস্ট্রিতে যে বন্ধুরা আছে যেমন চাঁদনী, নীলাঙ্কুর, আয়েন্দ্রী, প্রেরণা, অনন্যা ওরা প্রত্যেকে প্রশংসা করেছে। এমনকী সেটে রুবেল-মোহনাও হাততালি দিয়েছিল। এর মাঝে প্রচুর খারাপ মন্তব্য শুনছি। আমার অভিনয় দেখে আগে তো কেউ এমন মন্তব্য করেননি। অথচ, সমকামী চরিত্রে অভিনয় করার পর থেকেই দর্শকের মনে হচ্ছে আমি সমকামী। কেউ বললেই তো আমি সেটা হয়ে যাব না। আমি যা, তাই থাকব।"
আরও পড়ুন: ভয়ঙ্কর অভিশাপের কোপে ইশান-দেবলীনা! হাড় হিম করা ভৌতিক কাণ্ডের সাক্ষী হবেন আর কোন টলি তারকারা?
তিনি আরও বলেন, "অবাক লাগছে, কেউ কীভাবে পর্দায় কোনও চরিত্র দেখে বাস্তবের সঙ্গে তুলনা করতে পারেন। সবচেয়ে বড় কথা, বাংলা টেলিভিশনের ইতিহাসে এই প্রথম এমন কনটেন্ট তৈরি হল। ভুলভুলাইয়া ৩-এ কার্তিক আরিয়ানকে দর্শক সমকামী চরিত্রে দেখেছেন, তাতে তো অসুবিধা হয়নি। আর এই চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা সত্যিই চ্যালেঞ্জিং। ওরকম ভারী শাড়ি, মাথায় ফলস চুল পরে, খুব অসুবিধা হচ্ছিল। তবুও চরিত্রটি ফুটিয়ে তুলতে পেরেছি। দর্শকের থেকে ইতিবাচক হোক বা নেতিবাচক মন্তব্য এসেছে, এখানেই ঋতমের স্বার্থকতা।"
