নিজস্ব সংবাদদাতা: ৪৯টি রঙিন বসন্ত বেরিয়ে পঞ্চাশে পা দিলেন রুদ্রনীল ঘোষ, টলিউডের প্রিয় 'রুডি'। দুপুরে বাড়ির তৈরি নানা পদ এবং রাতে টলিপাড়ার প্রিয়জনদের সঙ্গে পার্টি, বিশেষ দিনটা এভাবেই কাটালেন রুদ্রনীল ঘোষ। রুদ্রনীলের কথায়, *অবশেষে এবার আমি আর বুম্বাদা এক বয়সী হয়ে গেলাম।" ব্যাপারটা কী, ঠিক কী বোঝাতে চাইলেন রুদ্রনীল? 

 


ঠিকানা বদলেছে, বয়সের সংখ্যা বদলেছে, বন্ধুত্ব বদলেছে কিন্তু মানুষ হিসাবে রুদ্রনীল ঘোষ বদলাননি, এমনটাই দাবি অভিনেতার। তিনি আগের মতোই সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে ভালবাসেন। তিনি প্রথম দিনের মত আজও স্ট্রাগল করে চলেছেন। রুদ্রনীলের কথায়, "অবশেষে আমি বুম্বাদাকে ছুঁতে পারলাম, এবার থেকে আমরা এক বয়সী হয়ে গেলাম। কারণ ৫০ পেরনোর পর থেকে বুম্বাদার বয়স আর বাড়ছে না। আমিও ৫০-এ পা দিলাম, এবার দু'জনেই এক।"


টলিউডের সকলের একটাই প্রশ্ন কবে নতুন জীবন শুরু করবেন রুদ্রনীল ঘোষ? রুদ্রনীলের জবাব, "এই কারণেই আমার বয়স বাড়ছে না, বন্ধুদের দেখছি তো, তাঁদের দুশ্চিন্তা বাড়ছে, অনেক ঝামেলাও বাড়ছে, যদিও সব ক্ষেত্রে ছবিটা এক নয়। তবে আমি বাড়ি এসে শান্তিতে ঘুমাতে পারি সেই কারণেই বোধহয় বয়সটা বোঝা যায় না। বিয়ে করব না তা বলিনি, এই যে মহিলারা আমায় বিয়ে করতে চান তাঁরা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুক, তাঁদের মা-বাবারাও যোগাযোগ করতে পারেন, দেখা যাক কী হয়।"

 


সবমিলিয়ে ৫০ তম জন্মদিন একটু অন্যভাবে কাটালেন রুদ্রনীল। প্রথমবার নিজের জন্মদিনে পার্টির আয়োজন করলেন অভিনেতা। যদিও পার্টিতে নয় বরং বাড়িতে এসেই প্রিয় রুডিকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়ে কেক কাটলেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন।