নিজস্ব সংবাদদাতা: টলিউড থেকে বলিউডে পাড়ি দিয়েছেন অভিনেতা পূষণ দাশগুপ্ত। যদিও টলিউডেও চুটিয়ে কাজ করছেন। নীরজ পাণ্ডে পরিচালিত 'খাকি:দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে টলি অভিনেতাকে। সেই সঙ্গে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত, পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের আগামী ছবি 'গোপনে মদ ছাড়ান'।
এদিকে, আরও একবার হিন্দি ছবিতে দেখা যেতে চলেছে পূষণকে। পরিচালনায় রাজেন্দ্র পিল্লাই। গল্পের কেন্দ্রবিন্দু একটি গ্রাম। সেই গ্রামের মানুষজন, তাঁদের জীবনের ওঠাপড়া থেকে জীবন সংগ্রামের গল্প ফুটে উঠবে ছবিতে। ছবির নাম 'ডান্সিং উইথ রানী'। গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পূষণকে। এছাড়াও টলিউড থেকে থাকছেন সুব্রত দত্ত, সুদীপ মুখোপাধ্যায় ও সুকৃত সাহা।
সূত্রের খবর, ইতিমধ্যেই মুম্বই ও কলকাতার আশপাশের অঞ্চলে হয়েছে শুটিং। সবকিছু ঠিক থাকলে বেশকিছু চলচিত্র উৎসব ঘুরে তারপর বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি। নিছক সাদামাটা গল্পই নয়, এই ছবি দর্শককে সামনে তুলে ধরবে সমাজ বদলানোর প্রতিচ্ছবি। পরিচিত ভাবনাকে সরিয়ে এখন পরিচালকরাও নিয়ে আসছেন নতুন গল্প। সেই তালিকায় এবার যোগ হতে চলেছে রাজেন্দ্র পিল্লাইয়ের নাম।
