নিজস্ব সংবাদদাতা: মহালয়ার পূণ্য লগ্ন মানেই  বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনীর অমৃত গাঁথা। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাঙালিদের কাছে বদলেছে মহালয়ার ছবি। এখন টেলিভিশনের পর্দায় দর্শক দেখেন মহিষাসুর বধ। বাংলা টেলিভিশনের মহালয়ার প্রতি বরাবরই আগ্রহ দেখা যায় দর্শকের। কোন অভিনেত্রীদের দূর্গার কোন রূপে দেখা যাবে তা নিয়ে কৌতূহল থাকে তুঙ্গে।

সম্প্রতি স্টার জলসার পর্দায় মুক্তি পেয়েছে 'রণং দেহি'র প্রথম ঝলক। এই বছর মহিষাসুরমর্দিনীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী কোয়েল মল্লিককে। তবে কেমন কোয়েল একাই নন, এবার স্টার জলসার মহালয়ায় থাকছেন বাংলার আরও দুই অভিনেত্রী সন্দীপ্তা রায় এবং মধুমিতা সরকার। এছাড়াও থাকছেন 'কথা' অর্থাৎ অভিনেত্রী সুস্মিতা দে, থাকছেন 'অনুরাগের ছোঁয়া'র 'দীপা' তথা অভিনেত্রী স্বস্তিকা ঘোষ, 'শুভ বিবাহ' ধারাবাহিকের 'সুধা' অর্থাৎ অভিনেত্রী সোনামনি সাহা এবং দেখা যাবে 'গীতা এলএলবি' অর্থাৎ অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায়কে। 

এবার এল আরও বড় চমক। 'মহিষাসুর'-এর ভূমিকায় কাকে দেখা যাবে তা এবার প্রকাশ্যে এল। ভয়ঙ্কর এই রূপে মহালয়ার সকালে ধরা দেবেন অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার। তাঁকে দর্শক এখন স্টার জলসার 'উড়ান'-এ 'সোমনাথ'-এর চরিত্রে দেখছেন। নিজেই সোশ্যাল মিডিয়ায় 'মহিষাসুর'-রূপের ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ধ্রুব। এর আগেও তাঁকে এই চরিত্রে দেখা গেলেও স্টার জলসার মহালয়ায় এই প্রথমবার এই রূপে ধরা দিতে চলেছেন। আজকাল ডট ইনকে অভিনেতা বলেন, "আমার এই লুকের মুলে জয়ন্তী সেনের ভাবনা রয়েছে। প্রায় ৩ ঘন্টা ধরে চলত মেকআপ। কিন্তু অন্যান্য চরিত্রের থেকে আমার কাছে মহিষাসুরের চরিত্রটা বরাবরই খুব বিশেষ। এই চরিত্রের মধ্যে নিজের দক্ষতা ফুটিয়ে তোলা যায়।"

তিনি আরও বলেন, "বরাবরই দর্শক আমায় নেতিবাচক চরিত্রে পছন্দ করেছেন। আবার প্রেমের গল্পের নায়ক হিসেবেও দেখতে চেয়েছেন। আমার কাছে সব ধরনের চরিত্রই খুব কাছের। এখন 'সোমনাথ'কে যে ভালবাসাটা দিচ্ছেন দর্শক, সেই একই ভালবাসা মহালয়াতেও পাব বলে আশা করছি।"