মহালয়া মানেই দুর্গাপুজোর আগমনীর সুর বেজে ওঠে। চলতি বছর ২১ সেপ্টেম্বর মহালয়া। মহালয়ার পুণ্যলগ্ন মানেই  বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনীর অমৃত গাঁথা। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাঙালিদের কাছে বদলেছে মহালয়ার ছবি। এখন টেলিভিশনের পর্দায় দর্শক দেখেন মহিষাসুর বধ। বাংলা টেলিভিশনের মহালয়ার প্রতি বরাবরই আগ্রহ দেখা যায় দর্শকের। কোন অভিনেত্রীদের দূর্গার কোন রূপে দেখা যাবে তা নিয়ে কৌতূহল থাকে তুঙ্গে। 

 

প্রতি বছর বিভিন্ন চ্যানেলে দেবী রূপে ধরা দেন দর্শকের পছন্দের নায়িকারা। সূত্রের খবর, এবার স্টার জলসার মহালয়ায় দেবী মহামায়া রূপে হাজির হবেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বেশ কিছু বছর ধরেই স্টার জলসার মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে কোয়েলকেই দেবী দুর্গা হিসাবে দেখা যাচ্ছে। ২০১৭ সাল থেকে ক্রমাগত স্টার জলসায় 'দেবী দুর্গা' হিসাবে কোয়েলকেই দেখা যাচ্ছে। মাঝে শুধু ২০২১ সালে কালার্সের মহালয়ার অনুষ্ঠানে 'দুর্গা' হন কোয়েল। 

ইতিমধ্যেই সামনে এসেছে সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় স্টার জলসার মহালয়ার প্রথম ঝলক। 'মাতৃরূপেণ সংস্থিতা' নামে আসছে এবারের মহালয়া। চলতি বছর দেবীর আগমন হবে গজে। অর্থাৎ হাতির পিঠে চেপে মর্ত্যে আসবেন উমা‌। সেই জন্য জলসার মহালয়ার প্রথম ঝলকে ফুটে উঠল শস্য-শ্যামলা প্রকৃতির মাঝে দেবীর আগমনের ছবি। এবারের মহালয়ায় 'মহাদেব' রূপে থাকছেন সকলের প্রিয় 'পরশুরাম' অর্থাৎ অভিনেতা ইন্দ্রজিৎ বসু। 

 


কোয়েলের সঙ্গে দেবীর অন্যান্য রূপে ধরা দিতে চলেছেন স্টার জলসার আরও জনপ্রিয় নায়িকারা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য 'সুধা' অর্থাৎ সোনামণি সাহা, 'ভবানী' অর্থাৎ রাজনন্দিনী পাল, 'কথা' অর্থাৎ সুস্মিতা দে, 'গীতা' অর্থাৎ হিয়া মুখোপাধ্যায় সহ আরও অনেকে। কিন্তু মহিষাসুর হবেন কে? এই নিয়ে নানা জল্পনা চললেও এবার উত্তর মিলল। স্টার জলসার পর্দায় এই চরিত্রে নজর কাড়বেন অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার। যদিও এর আগেও অনেকবার এই রূপে দর্শকের কাছে ধরা দিয়েছেন তিনি। 

 

আরও পড়ুন: ফের 'দজ্জাল' শাশুড়ির ভূমিকায় তুলিকা বসু! করবেন তন্ত্রমন্ত্রও, কোন ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে?


বরাবরই ইতিবাচক বা নেতিবাচক চরিত্রে দর্শকের মন কাড়েন ধ্রুব। তাঁকে শেষ দেখা গিয়েছিল 'রোশনাই' ধারাবাহিকে। এরপর আবারও একবার মহালয়ায় নতুন রূপে হাজির হবেন তিনি।

 

এই বছর দেবী দুর্গার আগমন গজে, যার ফলে বসুন্ধরা শস্য শ্যামলা হয় এবং গমন দোলায়, যা মহামারী বা মড়কের প্রতীক। যার অর্থ, দেবী আগমন শুভ হলেও, গমন অশুভ ইঙ্গিত। গত বছর অর্থাৎ ২০২৪ সালে দেবী দুর্গার আগমন হয় দোলায়, যার ফল মড়ক এবং গমন হয় ঘোটকে, যার ফল ছত্রভঙ্গ।  শাস্ত্রে বলা আছে, কোনও বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ।