নিজস্ব সংবাদদাতা: বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়ের সম্পর্কের কথা কারওর অজানা নয়। রাজ চক্রবর্তী পরিচালিত ছবি 'পারব না আমি ছাড়তে তোকে'র শুটিং সেট থেকেই শুরু হয় জুটির প্রেম। তাঁদের সম্পর্কের সঙ্গে জুড়েছে বনি-কৌশানী দু'জনের পরিবারই। বনির মা পিয়া সেনগুপ্তর সঙ্গে কৌশানীর মিষ্টি রসায়নও নজর কাড়ে অনুরাগীদের।
কিছুদিন আগেই বালিতে ঘুরে এসেছেন জুটিতে। দু'জনেই এখন ব্যস্ত তাঁদের আগামী ছবির কাজে। তাই জোর কদমে শরীরচর্চা শুরু করেছেন জুটিতে। একসঙ্গে জিমে গিয়ে ঘাম ঝরাতে দেখা গেল বনি-কৌশানীকে। সেই ভিডিও সমাজমাধ্যমে ভাগ করেছেন তাঁরা।
ভিডিওতে দেখা যাচ্ছে একে অপরের কাঁধে পা দিয়ে শরীরচর্চা করছেন। অভিনব কৌশলে নিজেদের ফিট রাখতে তৈরি জুটিতে। তাই কসরত তো করতেই হবে! দু'জনের এই শরীরচর্চার ভিডিও ভাগ করতেই নেটিজেনদের মন্তব্যে ভরে গিয়েছে তাঁদের সমাজমাধ্যম। বরাবরের মতো এবারও মিশ্র প্রতিক্রিয়া এসেছে বনি-কৌশানীর ভিডিওতে।
