টলিউডের সঙ্গে বলিউড কিংবা হলিউডের ছবি মুক্তি পেলে বক্স অফিসে সাফল্যের উপর প্রভাব পড়েই। এমনকী একই সঙ্গে বেশ কয়েকটি বাংলা ছবি মুক্তি পেলেও একই সমস্যা দেখা যায়। তাই বাংলা ছবির ফিল্ম স্ক্রিনিং কমিটি এবার বড় সিদ্ধান্ত নিল। গত রবিবার ইমপা-তে হল মিটিং। ফলে ছবি মুক্তির দিন বদল করেছেন একাধিক পরিচালক-প্রযোজক।

 

 

২০২৬-এর সরস্বতী পুজোয় মুক্তি পাওয়ার কথা ছিল অঙ্কুশ হাজরা প্রযোজিত ও অভিনীত ছবি 'নারী চরিত্র বেজায় জটিল'। এই ছবি মুক্তির ঘোষণা চলতি বছর পুজোর আগেই করেছিলেন অঙ্কুশ। তবে ইন্ডাস্ট্রিতে এখন ছবি মুক্তি পিছিয়ে যাওয়া নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন অঙ্কুশ। তাঁর ছবি মুক্তির দিন এগিয়ে দিলেন। শুক্রবার তিনি জানালেন আগামী বছর, অর্থাৎ ২০২৬-এর ৯ জানুয়ারি বড়পর্দায় আসছে তাঁর ছবিটি। ছবি মুক্তি নিয়ে যেখানে পরিচালক, প্রযোজকদের দ্বন্দ্ব চলছে সেখানে নিজের প্রযোজনায় তৈরি এই ছবির মুক্তি এগিয়ে আনলেন অঙ্কুশ। 

 

 

প্রযোজক হিসেবে এই সিদ্ধান্ত কি ব্যবসার ক্ষতি করবে? আজকাল ডট ইন-কে অঙ্কুশ বলেন, "ইন্ডাস্ট্রির স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছি। যেখানে বড়দিনের ছবি মুক্তি পিছিয়ে যাচ্ছে, সেখানে আমার ছবি মুক্তির দিন এগিয়ে আনাটা চ্যালেঞ্জের। আমাদের এতটা ভয় পেলে, ইনসিকিওর হলে চলবে না। এই পরিস্থিতি মানিয়ে নিয়ে চলতে হবে। একটা বিশেষ দিনে ছবি মুক্তি পেলে তা ব্যবসার দিকে ভাল ইঙ্গিত দেয়। কিন্তু ভেবেছি, ৯ তারিখ এখনও পর্যন্ত সেভাবে কোনও ছবি মুক্তি পাচ্ছে না। সেদিন শো টাইম ভাল পাওয়ার একটা দিক আছে। আমি যদি ভাল করে প্রচার করা যায়, ভাল ফল নিশ্চয়ই পাওয়া যাবে। এটুকু চ্যালেঞ্জ তো নিতেই হতো।"

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ankush (@ankush.official)