নিজস্ব সংবাদদাতা: বিয়ের দশ মাসেই স্ত্রী কৌশাম্বীকে নিয়ে বিরক্ত আদৃত রায়! নিজেই সেই কথা প্রকাশ্যে আনলেন অভিনেতা। শুধু তাই নয় বউকে উপেক্ষা করে চলার কথাও জানালেন তিনি। কী এমন ঘটল দুজনের মধ্যে? গত বছর ৯ মে চার হাত এক করেন আদৃত-কৌশাম্বী। প্রথম দিকে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি তাঁরা। পর্দার 'দাদা-বোন' নিজেদের 'প্রিয় বন্ধু' বলেই সম্বোধন করতেন। জীবনের নতুন অধ্যায়ের শুরু করার কথাও সেভাবে কাউকে জানতে দেননি দু'জনেই। বর্তমানে চুটিয়ে সংসার করার পাশাপাশি জমিয়ে কাজ করছেন তাঁরা। 

 

 

জি বাংলার 'মিত্তির বাড়ি'তে আদৃত এবং 'ফুলকি'তে দেখা যাচ্ছে কৌশাম্বীকে। তবে বিয়ের মাত্র কয়েক মাস পরই স্ত্রী'র আচরণে নাকি অত্যন্ত বিরক্ত আদৃত। সমাজমাধ্যমে নিজেই সেই কথা স্বীকার করে নিলেন অভিনেতা। তবে পুরো বিষয়টাই মজা করে। দু'জনের মিষ্টি ছবি পোস্ট করে আদৃত লিখেছেন, 'মাঝে মাঝে খুব বিরক্ত করে বউ।' এই পোস্ট দেখে আবার কৌশাম্বী মন্তব্য করেন, 'লজ্জাও করে না তাই না?' সঙ্গে সঙ্গে আদৃতের জবাব, 'ম্যাডাম আপনার কমেন্টটা ইগনোর করলাম, কিছু মনে করবেন না।'

 

 

বহু চর্চিত এই জুটির খুনসুটি দেখে দারুণ মজা পেয়েছেন তাঁদের অনুরাগীরা। ব্যক্তিগত জীবন নিয়ে সেভাবে কোনও কিছুই প্রকাশ্যে আনেন না আদৃত। বলা যায় সমাজমাধ্যম থেকে একটু দূরেই থাকেন তিনি। কিন্তু তাঁদের এই খুনসুটির মুহূর্ত দেখে বেজায় খুশি নেটিজেনরা।