নিজস্ব সংবাদদাতা: বিনোদন জগতে না থাকলেও নেটিজেনদের চর্চায় থাকেন তিথি বসু। জনপ্রিয় ধারাবাহিক 'মা'-এ 'ঝিলিক'-এর চরিত্রে নজর কেড়েছিলেন তিথি। যদিও এরপরেও তাঁকে বেশকিছু মেগায় দেখেছিলেন দর্শক। কিন্তু এখনও পর্যন্ত 'ঝিলিক' হয়েই অনুরাগীদের মনে থেকে গিয়েছেন তিনি। কখনও নেতিবাচক মন্তব্য, কখনও সাজ-পোশাকের কারণে সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হন তিথি। 

 

 

সদ্যই তিনি মানালি সফরে যাওয়ার সময় ট্রেনে একটি বিতর্কে জড়িয়ে পড়েন। সেই বিষয়ে নিজের সম্পর্কে সাফাইও দেন তিথি। এরপর সেসব ভুলে জীবনের নতুন অধ্যায়কে সামনে আনলেন তিথি। এদিন তিথি তাঁর মানালি সফর থেকে একগুচ্ছ ছবি ভাগ করেন সমাজমাধ্যমে। সেই সাদা-কালো ছবিগুলিতে দেখা যাচ্ছে তিনি একা নেই, আছে তাঁর সঙ্গে আরও একজন। তাঁর প্রেমিক। যদিও তিথি বা তাঁর প্রেমিক কারও মুখ দেখা যাচ্ছে না। 

 

এক ছবিতে তাঁরা বরফ ঢাকা পাহাড়ে সামনে মুখোমুখি দাঁড়িয়ে আছেন, আরেকটিতে দু'জন মিলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। আর তৃতীয় ছবিতে প্রেমিকের বুকে মুখ লুকিয়েছেন তিথি। এই ছবিগুলি ভাগ করে তিনি লেখেন, 'আমি ওর, আর ও আমার। শেষ পর্যন্ত খালি আমি আর সে।' যদিও এই পোস্টটি করার কিছুক্ষণের মধ্যেই তিনি সেটা তিনি মুছে দেন। এর আগেও তিথির প্রেম নিয়ে চর্চা ছিল। বেশকিছু বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় এই প্রেমিকের সঙ্গে। নিজেকে সামলে নিয়ে এবার পাহাড়ের বুকে নতুন প্রেম শুরুর খবর দিলেন তিথি।