বলিউডে এবার বড়সড় চমক। আরও ভাল করে বললে, অ্যাকশন চমক! প্রথমবার এক ছবিতে একসঙ্গে আসতে চলেছেন বলিপাড়ার দু’জন খাঁটি অ্যাকশন তারকা — টাইগার শ্রফ এবং বিদ্যুৎ জামওয়াল। পরিচালক মিলাপ জাভেরির পরিচালনায় তৈরি হতে চলা এই ছবিটি ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির অন্দরে উত্তেজনা ছড়িয়েছে। জোর খবর, ছবিটির নাম এখনও ঠিক না হলেও, এটি হতে চলেছে একেবারে টানটান অ্যাকশন-লভ স্টোরি।
ছবির সঙ্গে যুক্ত একটি সূত্র জানাচ্ছে, এই প্রজেক্টে মহিলা মুখ্যচরিত্রে দেখা যাবে কীর্তি শেট্টিকে। এর মাধ্যমে বলিউডে আরও একটি বড় সুযোগ পাচ্ছেন তিনি। সূত্রের কথায়,“এই ছবিটা শুরু থেকেই পরিকল্পনা ছিল দু’জন জনপ্রিয় অ্যাকশন নায়ককে এক ফ্রেমে আনার জন্য। টাইগার শ্রফ ও বিদ্যুৎ জামওয়াল, এই দু’টি নামই ছিল তাই সবচেয়ে স্বাভাবিক পছন্দ। নির্মাতাদের আশা, দর্শকও বহুদিন ধরেই এই জুটিকে একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছে।”
সেই সূত্র আরও জানাচ্ছে, ছবির প্রি-প্রোডাকশন ইতিমধ্যেই পুরোদমে শুরু হয়ে গিয়েছে এবং ফেব্রুয়ারি থেকেই শুটিং ফ্লোরে যাওয়ার পরিকল্পনা রয়েছে। টাইগার ও বিদ্যুতের অনস্ক্রিন ইমেজ মাথায় রেখেই ডিজাইন করা হচ্ছে অ্যাকশন সিকোয়েন্সগুলি। “হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাট, শিউরে ওঠার মতো বিপজ্জনক সব স্টান্ট আর জম্পেশ নাচ, সবকিছুই থাকবে এই ছবিতে,” জোর গলায় জানিয়েছে ওই সূত্র।
এই ছবির প্রযোজক হিসেবে থাকছেন ভূষণ কুমার। টি-সিরিজের ব্যানারে তৈরি হতে চলা এই ছবিটি যে বড় বাজেটের অ্যাকশন এন্টারটেইনার হতে চলেছে, তা বলাই বাহুল্য।
টাইগার শ্রফের ক্ষেত্রে এই ছবির শুটিং শুরু হবে তাঁর হাতের কাজ শেষ করার পর। ‘লাগ জা গালে’ ছবির শুটিং শেষ করেই তিনি সরাসরি এই প্রজেক্টে ঝাঁপাবেন বলে জানা যাচ্ছে। অন্য এক সূত্রের দাবি, “বিদ্যুৎ ও মিলাপের সঙ্গে কাজ করতে টাইগার ভীষণই উচ্ছ্বসিত। বিশেষ করে এই ছবিতে যে মাত্রার অ্যাকশন পরিকল্পনা করা হয়েছে, তা নিয়ে সে খুব উত্তেজিত।” অন্যদিকে পরিচালক মিলাপ জাভেরিও এই মুহূর্তে সাফল্যের জোয়ারে। সদ্য মুক্তি পাওয়া ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’ বক্স অফিসে ভাল ফল করায় আত্মবিশ্বাসী পরিচালক এবার আরও বড় ও উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্টের দিকে এগোচ্ছেন।
সব মিলিয়ে, বড়পর্দায় টাইগার শ্রফ ও বিদ্যুৎ জামওয়ালের প্রথম মুখোমুখি অ্যাকশন, তার উপর প্রেমের মিশেল। বলিউডে যে এই নতুন জুটি অন্যরকম উত্তাপ ছড়াতে চলেছে, তা এখনই স্পষ্ট।
