চলতি সপ্তাহে 'বাংলা সেরা'র খেতাব জিতল স্টার জলসা ও জি বাংলার দুই ধারাবাহিক। একই সঙ্গে প্রথম স্থানে রয়েছে 'পরশুরাম' ও 'পরিণীতা'। যৌথভাবে দুই মেগার প্রাপ্ত নম্বর ৬.৫। দ্বিতীয় স্থানে রয়েছে 'জগদ্ধাত্রী'। এক সময় 'বাংলা সেরা' তকমা থাকলেও নতুন ধারাবাহিক আসায় নম্বর কমেছিল 'জগদ্ধাত্রী'র। তবে এবার নতুন ট্র্যাকে বেশ ভালই ফল করল এই মেগা। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের ঝুলিতে ৬.৩ নম্বর।
এদিকে গত সপ্তাহে টিআরপিতে পঞ্চম থেকে এবার তৃতীয় স্থানে উঠে এল আর্য- অপর্ণার জুটি। সঙ্গে রয়েছে 'ফুলকি'ও। এই সপ্তাহে ৬.১ পেয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে এই দুই ধারাবাহিক।
আরও পড়ুন: 'সোহাগে আদরে' ফিরছেন অরুণিমা! কোন চ্যানেলে নতুন নায়কের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী?
চলতি সপ্তাহে টিআরপি কমল 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'র। ৬.০ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই মেগা। ৫.৯ রেটিং পেয়ে পঞ্চম স্থানে রয়েছে আমাদের দাদামণি। ষষ্ঠ স্থানে রয়েছে 'রাঙামতি তীরন্দাজ'। প্রাপ্ত নম্বর ৫.৮। অন্যদিকে কমলিনী-স্বতন্ত্রর গল্প ছিটকে গেল প্রথম পাঁচ থেকে। ৫.৫ পেয়ে এবার সপ্তমে এই ধারাবাহিক।
গল্পের টুইস্টে অষ্টমে রয়েছে 'জোয়ার ভাঁটা'। ধারাবাহিকে ইতিমধ্যেই শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতির অভিনয় প্রশংসিত হচ্ছে দর্শক মহলে। এই সপ্তাহে তাঁদের প্রাপ্ত নম্বর ৫.১। নবমে ৪.৯ পেয়ে রয়েছে 'তুই আমার হিরো'। দৃশ্যে রয়েছে 'লক্ষ্মী ঝাঁপি'। পেয়েছে ৪.৬ নম্বর।
আরও পড়ুন: কোয়েল নাকি কৌশিক? কে আসল ‘স্বার্থপর’, আটপৌরে সাজে নস্টালজিয়া উস্কে কোন চমক দেবেন নায়িকা
চলতি সপ্তাহে টিআরপি-তে নজর কাড়তে পারেনি অনেক মেগাই। অন্যদিকে, আসছে আরও নতুন ধারাবাহিক। নতুন গল্প নিয়ে ফিরছেন পরিচিত নায়ক-নায়িকারা। মধুমিতা সরকারের 'ভোলে বাবা পার কারেগা' শুরু থেকেই কটাক্ষের শিকার হয়েছে। ফল স্বরূপ প্রথম দশে জায়গা পায়নি এই ধারাবাহিক। ইতিমধ্যেই শেষের ঘণ্টা বেজেছে বেশকিছু ধারাবাহিকের। এবার টিআরপি-র দৌড়ে টিকে থাকতে পারে কে, সেটাই দেখার।
