'দিদি নম্বর ওয়ান' কথাটা শুনলেই একটা নামই মনে আসে, রচনা বন্দ্যোপাধ্যায়। এই দু'টো নাম যেন একে অন্যের পরিপূরক। আগে দেবশ্রী রায় এই রিয়েলিটি শোয়ের সঞ্চালনার ভার গ্রহণ করেছিলেন একটি সিজনে। কিন্তু তেমন সাড়া পাননি। আবারও 'দিদি নম্বর ওয়ান' -এর সঞ্চালিকার ভূমিকায় ফিরে আসেন রচনা বন্দ্যোপাধ্যায়। ভোটে দাঁড়ানোর পর, বা লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পরেও তিনি তাঁর রাজনৈতিক দায়িত্ব, অন্যান্য কাজের পাশাপাশি সমান তালে সামলে গিয়েছেন 'দিদি নম্বর ওয়ান' -এর দায়িত্ব। তবে এবার তাঁকে এখানে দেখা যাবে না।
তবে, রচনা বন্দ্যোপাধ্যায় যে একেবারেই 'দিদি নম্বর ওয়ান' ছেড়ে দিচ্ছেন এমনটা নয়। মাত্র তিনটি পর্বে থাকবেন না তিনি। ভাবছেন তাহলে কে সামলাবেন এই জনপ্রিয় রিয়েলিটি শোয়ের সঞ্চালনার গুরুভার? এখানেই আছে এক বিরাট চমক। শোয়ের নাম অনুযায়ী, কোনও অভিনেত্রীকেই নিশ্চয় ভাবছিলেন? তাহলে জানাই, না বিষয়টা একেবারেই তাই নয়। বরং এক অভিনেতাকে দেখা যাবে 'দিদি নম্বর ওয়ান' -এর সঞ্চালক হিসেবে। আর তিনি হলেন মীর আফসার আলি।
সম্প্রতি জি বাংলার তরফে একটি প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে প্রতিযোগীরা পর্যন্ত খেলতে এসে খুঁজছেন রচনা বন্দ্যোপাধ্যায়কে। আর সেই সময়ই বেরিয়ে আসেন মীর। তিনি জানতে চান, কাকে খুঁজছেন সকলে? এরপরই জানান তিনটি পর্বের সঞ্চালনার ভার সামলাবেন তিনি। গাইবেন 'দিদিদের জয়গান'।
প্রসঙ্গত, মীর বহু বছর ধরে সামলে আসছেন 'মীরাক্কেল' -এর সঞ্চালনার দায়িত্ব। জি বাংলার পর্দায় এই কমেডি ভিত্তিক রিয়েলিটি শোতে তাঁকে দেখা যায়। এবার নতুন দায়িত্ব নিয়ে আসছেন তিনি।
১৩ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত 'দিদি নম্বর ওয়ান' -এর সঞ্চালনার করবেন মীর। ছোটদের নিয়ে হাসি মজায় মেতে উঠবেন। তবে, রচনা বন্দ্যোপাধ্যায়ের এই ব্রেক টিআরপিতে কোনও প্রভাব ফেলবে কিনা সেটা সময়ই বলবে। তবে আপাতত মীর সঞ্চালনার দায়িত্ব নিতে অনেকে যেমন খুশি, তেমন অনেকেই আবার জানিয়েছেন যে তাঁরা মিস করবেন রচনা বন্দ্যোপাধ্যায়কে।
'দিদি নম্বর ওয়ান' শোটি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল সাড়ে চারটে থেকে সম্প্রচারিত হয়। রবিবার সানডে ধামাকা বিশেষ পর্ব সম্প্রচারিত হয় রাত আটটা থেকে। ফলে মীর সঞ্চালিত এই তিন পর্ব বিকেল চারটে থেকেই দেখা যাবে। তবে রচনা বন্দ্যোপাধ্যায় কেন 'দিদি নম্বর ওয়ান' থেকে ক'দিনের ব্রেক নিলেন সেটা স্পষ্ট নয়।
