প্রকাশ্যে এল আইএমডিবির ২০২৫ এর জনপ্রিয় ভারতীয় তারকার তালিকা। আর তাতেই চমকে দেওয়া তথ্য মিলল। শাহরুখ খান বা দীপিকা পাড়ুকোনের মতো কোনও তারকা নন। বরং একেবারেই দুই নবাগত এই তালিকার শীর্ষে রয়েছেন। বলা ভাল, এক ছবিতেই বাজিমাত করেছেন তাঁরা। কারা তাঁরা? আহান পান্ডে এবং অনীত পাড্ডা। 

আমির খান, ঋষভ শেট্টির মতো তারকাদের পিছনে ফেলে আইএমডিবির সবথেকে জনপ্রিয় ভারতীয় তারকা তালিকার প্রথম দুটো জায়গা দখল করেছে আহান এবং অনীত। ২০২৫ সালেই মুক্তি পেয়েছে তাঁদের ছবি 'সাইয়ারা'। রোম্যান্টিক ঘরানার এই ছবি বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছিল। আর সেই ছবির সাফল্যের জেরেই যে তাঁরা এই তালিকার শীর্ষে জায়গা দখল করেছেন সেটা বলার অপেক্ষা রাখে না। 

বুধবার, আইএমডিবির তরফে এই তালিকা প্রকাশ্যে আনা হয়েছে। ২৫০ মিলিয়ন মাসিক পেজ ভিউজের নিরিখে এই তালিকা তৈরি করেছে আইএমডিবি। আর সেখানেই প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে আহান এবং অনীত। 

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আমির খান। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন ঈশান খট্টর এবং লক্ষ্য। রশ্মিকা মন্দানাও এই তালিকায় নিজের জায়গা পাকা করেছেন। 'অ্যানিম্যাল' খ্যাত অভিনেত্রী রয়েছেন ষষ্ঠ স্থানে। কল্যাণী প্রিয়দর্শন রয়েছেন সপ্তম স্থানে। অষ্টম স্থানে জায়গা পেয়েছেন আরেক 'অ্যানিম্যাল' খ্যাত নায়িকা তৃপ্তি দিমরি। নবম এবং দশমে যথাক্রমে রয়েছেন রুক্মিণী বসন্ত এবং ঋষভ শেট্টি। 

আইএমডিবির এই তালিকায় প্রথম দুইয়ে নিজেদের নাম দেখে উচ্ছ্বসিত আহান পান্ডে এবং অনীত পাড্ডা। তাঁরা কৃতজ্ঞতা জানিয়েছেন এই ছবির পরিচালক মোহিত সুরিকে। অভিনেতা লেখেন, ' আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। প্রথম ছবির হাত ধরেই প্রথমে স্থান পাওয়া স্বপ্ন সত্যি হওয়ার থেকে কিছু কম নয়। কিন্তু সত্যি বলতে, যদি কিছু আমার এই স্বীকৃতি এনে দেয় তাহলে সেটা আমার কাজের প্রতি আমার দায়বদ্ধতা এবং একই সঙ্গে সময়। আমি আমার পরিচালক মোহিত সুরিকে ধন্যবাদ জানাব তাঁর ক্যানভাসে আমায় সুযোগ দেওয়ার জন্য। ওঁর নেতৃত্ব এবং কথাতেই আমি সমস্ত কাজ করেছি। শীঘ্রই আমার দ্বিতীয় ছবি নিয়ে বড়পর্দায় ফিরছি।' আহান জানান এটি তাঁকে বেজায় মোটিভেট করেছে আগামীতে ভাল কাজ করার জন্য।

চলতি বছরের জুলাই মাসে মুক্তি পায় 'সাইয়ারা'। এই ছবির হাত ধরেই আহান এবং অনীতের বড়পর্দায় ডেবিউ হয়। এই ছবি বক্স অফিস রীতিমত তোলপাড় করেছিল।