'দ্য কেরালা স্টোরি' খ্যাত অভিনেত্রী আদা শর্মার দিদা ২৩ নভেম্বর, রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আদার জীবনে তাঁর দিদা ছিলেন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ এবং এই ক্ষতিতে অভিনেত্রী ও তাঁর পরিবার গভীরভাবে শোকাহত। আদা শর্মা তাঁর দিদাকে আদর করে 'পাটি' বলে ডাকতেন এবং তাঁদের দু'জনের সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ।
সূত্রের খবর অনুযায়ী, আদা শর্মার দিদা গত বেশ কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি আলসারেটিভ কোলাইটিস এবং ডাইভার্টিকুলাইটিস-এর মতো রোগে ভুগছিলেন। রবিবার, মুম্বইয়ের হাসপাতালে তিনি ভোর সাড়ে পাঁচটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আদা তাঁর দিদার সঙ্গেই থাকতেন এবং গত এক মাস ধরে দিদার হাসপাতালে ভর্তি থাকার কারণে তিনি অত্যন্ত চিন্তিত ছিলেন।
আদা শর্মা প্রায়শই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দিদার সঙ্গে কাটানো আনন্দময় মুহূর্তগুলোর ছবি ও ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেন। বিশেষত, তাঁদের ভাইরাল হওয়া 'পার্টি উইথ পাটি' ভিডিওগুলো নায়িকার অনুরাগীদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল। এই ভিডিওগুলোতে তাঁদের দু'জনের প্রাণবন্ত ও মধুর সম্পর্ক ফুটে উঠত। গত আগস্ট মাসেও দিদার জন্মদিনের বেশ কিছু ঝলক আদা শেয়ার করেছিলেন, যেখানে দিদাকে পরিবারের সদস্যদের সঙ্গে মজা করে নাচতে এবং গান গাইতে দেখা গিয়েছিল।
অভিনেত্রীর ঘনিষ্ঠ এক সূত্র মারফত জানা গিয়েছে, আদা শর্মার দিদা শুধু পরিবারের প্রবীণ সদস্যই ছিলেন না, বরং আদার জীবনে তিনি ছিলেন শক্তি, হাস্যরস এবং নিঃশর্ত ভালবাসার এক অফুরন্ত উৎস। জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি আদাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। আদা শর্মা এবং তাঁর মা কেরালার তাঁদের পৈতৃক বাড়িতে দিদার জন্য একটি স্মরণসভার আয়োজন করবেন বলেও জানা গিয়েছে।
প্রসঙ্গত, এক সময় 'দ্য কেরালা স্টোরি' নিয়ে কম জলঘোলা হয়নি। বক্স অফিসে ছবিটি চলেছিল রমরমিয়ে। সেখানে নজর কেড়েছিলেন আদা শর্মা। দর্শক মহলে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। সমাজমাধ্যমেও দারুণ সক্রিয় অভিনেত্রী। গত জুলাই মাসে ঘোর বিপদের মুখে পড়েছিলেন আদা। গুরুতর চোটও লেগেছিল তাঁর।
মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, আসন্ন অ্যাকশন থ্রিলার ছবির শুটিং সেটে গুরুতর জখম হয়েছিলেন 'দ্য কাশ্মীর ফাইলস' খ্যাত অভিনেত্রী আদা শর্মা। মধ্যরাতে স্ট্যান্টের মহড়া দিতে গিয়েই ঘটেছিল মারাত্মক দুর্ঘটনা। সূত্রের খবর, চোট এতটাই গুরুতর যে তাঁর নাকে বেশ ভালই আঘাত লেগেছিল। তবুও কাজ থামাননি, একজন পেশাদার অভিনেত্রীর মতো মহড়া চালিয়ে গিয়েছিলেন।
