নিজস্ব সংবাদদাতা: বাংলার নাটক, বাংলার গর্ব। কিন্তু অভিযোগ এই গর্বের উপরেই ছড়ি ঘোরালেন ক্ষমতাধিকারীরা। বাংলার একাধিক প্রতিনিধি স্থানীয় নাট্যদলগুলোর রেপার্টারি অনুদানের পুনর্নবীকরণ বন্ধ করল কেন্দ্রীয় সরকার মন্ত্রক।
নাট্যদলের পরিচালক ও নাট্যকর্মীরা যে রেপার্টারি অনুদান পান তার আবেদন বিভিন্ন কারণ দেখিয়ে খারিজ করা হল। তালিকায় রয়েছে তিরিশটিরও বেশি নাট্যদল। এই অবিবেচনার প্রতিবাদে সামাজিক মাধ্যমে একজোট হয়েছেন শিল্পীরা।
তাঁদের দাবি, সংস্কৃতি মন্ত্রক যেন পুণরায় এই বাতিল দলগুলোর আবেদন নিয়ে পুণরায় বিবেচনা করেন। এবং সেই সঙ্গে তাঁরা একজোট হয়ে বলেছেন, বাংলার সংস্কৃতির প্রতি এই অবাঞ্ছিত আক্রমণ যেন বন্ধ হয়।
অনুদান বাতিলের দলগুলোর মধ্যে রয়েছে, 'সায়ক','প্রাচ্য','মুখোমুখি'র মতো শহরের অতি পরিচিত নাট্যদল। তেমনই আবার রয়েছে, 'কল্যানী নাট্যচর্চা', 'অশোকনগর নাট্যমুখ', 'গোবরডাঙা শিল্পায়ন', 'মহিষাদল শিল্পকৃতি'র মতো জেলার দলও। অভিযোগ উঠেছে, এইসব দলের সদস্য বা কর্ণধারদের কেন্দ্রীয় সরকার বিরোধী অবস্থান দেখেই তাঁদের অনুদান সরিয়ে বঞ্চনার মুখে ফেলা হয়েছে।
এই বিষয়ে নাট্যদলের কর্ণধাররা আগামী ৫ আগস্ট প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত আলোচনার দাবি রেখেছেন। তাঁদের সঙ্গে ঘটে চলা এই অবস্থার সমাধানের জন্য এদিন একত্রিত হতে চলেছেন বাংলার শিল্প সহায়ক ব্যক্তিত্বরাও।
নাট্যদলের পরিচালক ও নাট্যকর্মীরা যে রেপার্টারি অনুদান পান তার আবেদন বিভিন্ন কারণ দেখিয়ে খারিজ করা হল। তালিকায় রয়েছে তিরিশটিরও বেশি নাট্যদল। এই অবিবেচনার প্রতিবাদে সামাজিক মাধ্যমে একজোট হয়েছেন শিল্পীরা।
তাঁদের দাবি, সংস্কৃতি মন্ত্রক যেন পুণরায় এই বাতিল দলগুলোর আবেদন নিয়ে পুণরায় বিবেচনা করেন। এবং সেই সঙ্গে তাঁরা একজোট হয়ে বলেছেন, বাংলার সংস্কৃতির প্রতি এই অবাঞ্ছিত আক্রমণ যেন বন্ধ হয়।
অনুদান বাতিলের দলগুলোর মধ্যে রয়েছে, 'সায়ক','প্রাচ্য','মুখোমুখি'র মতো শহরের অতি পরিচিত নাট্যদল। তেমনই আবার রয়েছে, 'কল্যানী নাট্যচর্চা', 'অশোকনগর নাট্যমুখ', 'গোবরডাঙা শিল্পায়ন', 'মহিষাদল শিল্পকৃতি'র মতো জেলার দলও। অভিযোগ উঠেছে, এইসব দলের সদস্য বা কর্ণধারদের কেন্দ্রীয় সরকার বিরোধী অবস্থান দেখেই তাঁদের অনুদান সরিয়ে বঞ্চনার মুখে ফেলা হয়েছে।
এই বিষয়ে নাট্যদলের কর্ণধাররা আগামী ৫ আগস্ট প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত আলোচনার দাবি রেখেছেন। তাঁদের সঙ্গে ঘটে চলা এই অবস্থার সমাধানের জন্য এদিন একত্রিত হতে চলেছেন বাংলার শিল্প সহায়ক ব্যক্তিত্বরাও।
