শাহরুখ-পুত্র আরিয়ান খান যেন নিজের পদচিহ্নের ছাপ রেখে দিলেন বলিপাড়ায়। প্রথমবার পা ফেলেই। তার ডেবিউ ওয়েব সিরিজ “দ্য ব্যা***ডস অফ বলিউড” শুধু নতুন নয়, বরং বলিউডের অন্দরের হাল হকিকৎ, কটাক্ষ এবং ছদ্ম-রসায়নের এক মজার ককটেল। সাধারণত তারকা সন্তানরা অভিনয়ের পথ বেছে নেয়, কিন্তু আরিয়ান প্রমাণ করলেন যে পরিচালকর ভূমিকায় তিনি আরও স্বতন্ত্র।

 

এই সিরিজটি মূলত হিন্দি সিনেমা জগতের নানান ছদ্ম সম্পর্কের ব্যাপার-স্যাপার উন্মোচন করে।  অভিনেতা, প্রযোজক, সাংবাদিক—কেউ রেহাই পায়নি আরিয়ানের হাত থেকে । সিরিজের প্রধান চরিত্র আসমান সিং-এর মাধ্যমে দর্শক পাচ্ছেন সেই পুরনো ৯০-এর দশকের বলিউডের স্বতঃস্ফূর্ত,  স্বাভাবিক জয়গান। লাক্ষ্য, যিনি আসমানের চরিত্রে অভিনয় করেছেন, বলেন, “চিত্রনাট্য পড়ে বুঝেছি—এটা আমি, অথবা আমি যে ছিলাম। সময়ের সঙ্গে সমাজ আমাদের ঠিকঠাক হতে শেখায়, কিন্তু আসমানে আমি সত্যি সত্যই নিজেকে খুঁজে পেয়েছি।”

 

এই চরিত্রটির প্রস্তুতিপর্বের সময় লক্ষ্য বিশেষভাবে শাহরুখ খান এবং সালমান খানের নয়ের দশকের ভঙ্গিমা ও মেজাজ মাথায় রেখেছিলেন। আরিয়ান নিজেই তাঁকে পরামর্শ দিয়েছিলেন, “শাহরুখ–সলমনের সাক্ষাৎকার দ্যাখো। তাঁরা কখনওই রুক্ষ বা অহংকারী নয়, অথচ স্বাতন্ত্র্য ব্যক্তিত্ব অন্যদের তুলনায়।” লক্ষ্য বলেন, “বিশেষ করে শাহরুখের একটি সাক্ষাৎকার দেখেছিলাম, যেখানে তিনি বলেন, ‘আমি বলিউডে রাজত্ব করতে এসেছি, প্রতিযোগিতা করতে আসিনি।’ এর চেয়ে বেশি আত্মবিশ্বাস আর কিছুই হতে পারে না।”

শো-তে শুধু লক্ষ্য নয়, গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ববি দেওল, সাহের বাম্বা, মনোজ পাহওয়া, রাজাত বেদী, মনিকা সিং সহ আরও অনেকে। আর তার উপর অতিথি চরিত্রে হাজির হয়েছে বলিউডের বড় বড় নাম—শাহরুখ, সলমন, আমির, করণ জোহর, রণবীর কাপুর এবং রণবীর সিং। নেটফ্লিক্সে স্ট্রিমিং হওয়া এই সিরিজটি ইতিমধ্যেই দর্শক ও সমালোচকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

‘ব্যা***ডস অফ বলিউড’ তাই শুধুই একটি হালকা চালের শো নয়, এটি বলিউডের ভেতরের হাস্যরসিকতা, নস্টালজিয়া এবং নতুন প্রজন্মের উদ্যমের এক পূর্ণাঙ্গ সংমিশ্রণ। আরিয়ান খানের দিকনির্দেশনায় লক্ষ্য যেমন তার চরিত্রের সঙ্গে নিজেকে খুঁজে পেয়েছেন, তেমনই দর্শকরা পাবেন পুরনো বলিউডের স্বাদ আর নতুন কটাক্ষের এক দারুণ ককটেল।

এই সিরিজ প্রমাণ করে যে বলিউডের পরবর্তী প্রজন্ম শুধু বড় নাম নয়, স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি এবং সাহসিকতার প্রতীকও হতে পারে। আরিয়ান খান এবং তার ‘ দ্য ব্যা***ডস অফ বলিউড’ সেই পথের ঠিক প্রথম ধাপ।