সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


প্রযোজকের ঝুলন্ত দেহ উদ্ধার 


বক্স অফিসে ঝড় তুলেছিল রজনীকান্ত অভিনীত ছবি 'কাবালি'। এই ছবিতে তমন্না ভাটিয়ার আইটেম গান 'লুকা বালিয়া'ও ভাইরাল হয়েছিল। সেই ছবির প্রযোজকের ঝুলন্ত দেহই উদ্ধার হল উত্তর গোয়ার এক বাড়ি থেকে। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যাই করেছেন প্রযোজক কে পি চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৪।


কার জন্য মন খারাপ অর্জুনের?

 

বনি কাপুর ও তাঁর প্রথম স্ত্রী মোনা কাপুরের সন্তান বলি অভিনেতা অর্জুন কাপুর। বহুদিন আগেই মাকে হারিয়েছেন অর্জুন। মোনা কাপুরের জন্মদিনে ছেলে অর্জুন কাপুর কলম ধরলেন সমাজমাধ্যমে। মায়ের ছবির সঙ্গে নিজস্বী তুলে তিনি লেখেন, "আজ নয়, প্রতিদিন তোমায় মনে পড়ে মা। আশা করি, আমাদের সাফল্যে তুমি খুব খুশি। তবুও মন খারাপ হয়, তোমার সঙ্গে তো আর কথা হয় না। আমার বিশ্বাস একদিন ঠিক আমাদের দেখা হবে। জড়িয়ে ধরব তোমায়। অনেক গল্প করব সেদিন।"

 

রোজলিনকে হুমকি হিনার!


ক্যানসার আক্রান্ত হওয়ার ভান করছেন হিনা খান। কিছু দিন আগেই এই বিস্ফোরক দাবি করেছিলেন রোজলিন খান। তিনি নিজেও ক্যানসার যোদ্ধা। তাই রোজলিনের দাবি, কেমো নেওয়ার পরে মোটেই ঘুরে বেড়ানো যায় না। কিন্তু হিনা সবকিছু করছেন। প্রচারের আলোয় থাকতেই নাকি ক্যানসার আক্রান্ত হওয়ার ভান করছেন হিনা, এই দাবি করার পরেই হিনার পরিবার ও বন্ধুদের তরফ থেকে খুনের হুমকি পাচ্ছেন রোজলিন। এই পরিস্থিতিতে মানসিক ভাবেও ভেঙে পড়েছেন বলে দাবি করেছেন রোজলিন খান।