তেলুগু অভিনেত্রী পুনম কৌর সম্প্রতি একটি ব্যঙ্গাত্মক টুইট করে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জন্ম দিয়েছেন, যা দ্রুত ভাইরাল হয়েছে। তাঁর এই পোস্ট ঘিরে ভক্ত এবং নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়েছে যে, তিনি সম্ভবত অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর দ্বিতীয় বিবাহের গুঞ্জন নিয়ে খোঁচা দিয়েছেন।

 

 

 

 

পুনম কৌর তাঁর এক্স হ্যান্ডেলে কাউকে সরাসরি উল্লেখ না করলেও তাঁর বক্তব্যটি ছিল ইঙ্গিতপূর্ণ। তিনি লিখেছেন, 'একটি ঘর ভেঙে নিজের ঘর তৈরি করা - দুঃখজনক। ক্ষমতাপ্রাপ্ত, শিক্ষিত এবং আত্ম-মুগ্ধ নারী! যাকে‌টাকা দিয়ে প্রচার অভিযান চালানো হয়। টাকা দুর্বল ও হতাশ পুরুষদের কিনতে পারে।'

 

 

 

 

অভিনেত্রীর এই টুইটটি প্রকাশের সঙ্গে সঙ্গেই নেটিজেনদের একাংশ এটিকে সামান্থা রুথ প্রভুর সাম্প্রতিক ব্যক্তিগত জীবন এবং দ্বিতীয় বিবাহের সঙ্গে যুক্ত করতে শুরু করে। পুনম কৌর অতীতেও তাঁর বিতর্কিত মন্তব্য এবং সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য শিরোনামে এসেছেন। তবে, এই বিশেষ পোস্টটি সামান্থার ব্যক্তিগত জীবনের স্পর্শকাতর সময়ে আসায় এটি আরও বেশি মনোযোগ আকর্ষণ করেছে।

 

 

 

 

এই বিষয়ে পুনম কৌর বা সামান্থা কারওর পক্ষ থেকেই কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, টলিউড এবং সমাজমাধ্যমের পর্যবেক্ষকদের মতে, পুনমের পোস্টটি স্পষ্টতই সামান্থার দিকে ইঙ্গিত করেছে, যার ফলে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ পুনমের বক্তব্যের সমালোচনা করেছেন, আবার কেউ কেউ তাঁর সাহসকে সমর্থন করেছেন।

এই মুহূর্তে এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় আলোচনার প্রধান বিষয়বস্তু হয়ে উঠেছে।

 

 

 

 

 

প্রসঙ্গত, মাসের পর মাস ধরে জল্পনা—সম্পর্কে আছেন কি নেই? এই প্রশ্নই ঘুরপাক খেত সামান্থা রুথ প্রভুকে নিয়ে। ইনস্টাগ্রামে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সামান্য কিছু ঝলক শেয়ার করলেও বিষয়টি স্পষ্ট ছিল না। অবশেষে সামান্থা শুধু তাঁদের সম্পর্কই প্রকাশ্যে আনলেন না, বরং জানালেন তাঁদের বিয়ের খবরও। বিরাট জাঁকজমক নয়, ছিমছাম ভাবেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁরা।

 

 

 

 

সামান্থা রুথ প্রভু এবং রাজ নিদিমোরু সমাজমাধ্যমে তাঁদের বিয়ের প্রথম ছবি ভাগ করে আনুষ্ঠানিক ভাবে সম্পর্কের ঘোষণা করেন। ২০২৪ সাল থেকে তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। সোমবার সকালে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে সদগুরুর ইশা ফাউন্ডেশনের লিঙ্গ ভৈরবী মন্দিরে সকলের চোখের আড়ালে সম্পন্ন হয় তাঁদের বিয়ে। ইনস্টাগ্রামে সামান্থা ছবিগুলি শেয়ার করে লিখেছেন একমাত্র শব্দ—বিয়ের তারিখ, ’০১.১২.২০২৫’। 

 

 

 

 

সামান্থাকে এই বিশেষ দিনে দেখা গেছে লাল রঙের ঐতিহ্যবাহী সিল্ক শাড়িতে। তাঁর পরনে ছিল ভারি সোনার গয়না, যা নববধূর সাবেকি সাজে এক আভিজাত্যের ছোঁয়া এনে দিয়েছে। রাজের পরনে ছিল ধবধবে সাদা পাঞ্জাবি, সঙ্গে ঘিয়ে রঙের জওহর কোট। হাতে হাত রেখে একগাল হাসি নিয়ে অনুরাগীদের সুখবর দিলেন তাঁরা।