মৌলবাদীদের বিরুদ্ধে কলম ধরার জেরেই তাঁকে বাংলাদেশ ছাড়তে হয়। একটা সময় কলকাতাতে বেশ কিছু সময় কাটিয়েছিলেন বিতর্কিত ও জনপ্রিয় কবি-লেখিকা তসলিমা নাসরিন। সম্প্রতি, পরপর বেশ কিছু বাংলা ছবি এবং ওয়েব সিরিজ দেখেছেন তিনি। এবং সেসব দেখার পর সমাজমাধ্যমে জানিয়েছেন নিজের মতামত। আরও ভাল করে বললে, সেসবের উদ্দেশ্যে কটাক্ষ করলেন তসলিমা। বিদ্রুপ শানালেন। তা ফেসবুকের পাতায় ঠিক কী লিখেছেন তিনি?
তসলিমা লিখেছেন, "হইচই নিয়েছিলাম অপর্ণা সেন আর অঞ্জন দত্তের এই রাত তোমার আমার দেখার জন্য। দেখার পর হইচইকে বিদেয় করা হয়নি। নীরবে পড়ে ছিল। অনেকদিন পর আবার হইচই ব্যবহৃত হল পুতুলনাচের ইতিকথা দেখার জন্য। ইতিকথা শেষ করার পর দেখি ঋত্বিক চক্রবর্তী উঁকি দিচ্ছেন। বাংলা সিরিজ থেকে উঁকি। বাংলা সিরিজ দেখার অভিজ্ঞতা আমার নেই। ঋত্বিক চক্রবর্তী আমার প্রিয় অভিনেতা বলে সিরিজটি দেখে ফেললাম। সিরিজের নাম কোর্মা। প্রথম পর্ব দেখে আমি তো ভীষণই বিরক্ত। এত আজগুবি গল্পে কী করে ঋত্বিক অভিনয় করতে রাজি হলেন! বাঙালিরাই বা এত নিম্নমানের সিনেমা সিরিজ কবে থেকে বানাচ্ছেন! এক এক করে কোর্মা, বিরিয়ানি, রেজালা, নিহারি, ইত্যাদি আমাদের খাওয়ালেন পরিচালক প্রতিম ডি গুপ্ত। অখাদ্য অখাদ্য অখাদ্য। কোনওটাই মুখে নেওয়া গেল না। তেলের সঙ্গে মশলা মেশেনি, চাল ফোটেনি, মাংস সেদ্ধ হয়নি। সবই কাঁচা কাঁচা কাঁচা। এত কাঁচা হাতে সিনেমা বা সিরিজ বানানোয় হাত দেওয়াই তো উচিত নয়। বাংলা সংস্কৃতিকে সুস্বাদু করতে হলে পাকা হাতে সংস্কৃতি রান্না করুন।"

প্রসঙ্গত,‘কার্মা কোরমা’ কোনও রম-কম অথবা পরকীয়া সম্পর্কের গল্প নিয়ে নয়। নিখাদ মার্ডার মিস্ট্রি। এই সিরিজে কোনও কোনও জায়গায় মজার সূক্ষ্ম ছোঁয়া থাকলেও, তাতে অন্ধকারের তীব্রতাটাই বেশি ফুটে উঠেছে। একটি খুনের তদন্তের সমাধান করতে গিয়েই সোহিনী ও ঋতাভরীর সঙ্গে পরিচয় শুরু হবে ঋত্বিকের। এই সিরিজে থ্রিল, টানটান রহস্য আর জীবনের দর্শনকে একসঙ্গে নাড়িয়ে ঝাঁকিয়ে মেশানোর চেষ্টা করেছেন পরিচালক।
দুরন্ত ফল না করলেও মোটের উপর ‘কার্মা কোরমা’ দেখে অখুশি নয় দর্শকমহল। যদিও লেখিকার সেই পোস্টে অনেকেই তাঁকে সমর্থন জানিয়েছেন।

‘কার্মা কোরমা’ সম্পর্কে তসলিমা নাসরিনের এই বক্তব্য নিয়ে তাঁর মতামত জানার জন্য প্রতীম ডি গুপ্তের সঙ্গে যোগাযোগ করেছিল আজকাল ডট ইন। তবে ফোনের অন্য প্রান্তে তাঁর তরফে কোনও সাড়া মেলেনি।
