বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক ভাঙার জল্পনার মাঝেই প্রথমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তারা সুতারিয়া। গত কয়েক দিন ধরেই এই তারকা জুটির বিচ্ছেদের গুঞ্জন ঘুরপাক খাচ্ছে নেটদুনিয়ায়। তবে সেই সব আলোচনা এড়িয়ে আপাতত নিজের কাজের দিকেই মন দিয়েছেন অভিনেত্রী।
ইনস্টাগ্রাম স্টোরিতে তারা শেয়ার করেছেন তাঁর আসন্ন ছবি ‘টক্সিক’–এর একটি বড় সাফল্যের খবর। যশ অভিনীত এই ছবির টিজার মাত্র ২৪ ঘণ্টায় সব প্ল্যাটফর্ম মিলিয়ে ২০ কোটির বেশি ভিউ ছুঁয়েছে। পোস্টারে লাল পটভূমির সামনে হাতে রাইফেল নিয়ে দেখা যাচ্ছে যশকে। উল্লেখযোগ্য ভাবে, এই পোস্টে কোথাও বিচ্ছেদের জল্পনা নিয়ে কোনও মন্তব্য করেননি তারা। অন্য দিকে বীরও সম্পূর্ণ নীরব। অনুরাগীদের নজরে এসেছে, ‘টক্সিক’-এর টিজার নিয়ে কোনও প্রতিক্রিয়াও দেননি তিনি।
একটি প্রতিবেদন অনুযায়ী, বলিউডের আলোচিত এই নতুন জুটি নাকি ইতিমধ্যেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খবরটি অনুরাগীদের কাছে বেশ চমকপ্রদ, কারণ মাত্র কয়েক মাস আগেই সামাজিক মাধ্যমে একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করে সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন তারা ও বীর। ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিচ্ছেদের বিষয়টি সত্যি হলেও এখনও পর্যন্ত দু’জনের কেউই তা প্রকাশ্যে স্বীকার বা অস্বীকার করেননি। বিচ্ছেদের কারণও জানা যায়নি।
উল্লেখ্য, এপি ধিলোঁর মুম্বই কনসার্ট ঘিরে হওয়া বিতর্কের পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। মঞ্চে গায়কের সঙ্গে তারার ‘বন্ধুত্বপূর্ণ’ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়। দর্শকাসনে বসে থাকা বীরের প্রতিক্রিয়া নিয়েও নানা ব্যাখ্যা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। সেই সময় যদিও তারা ইনস্টাগ্রামে ‘ভুয়ো গল্প’ ও ‘পেইড পিআর’-এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন। বীরও জানিয়েছিলেন, ভাইরাল ক্লিপটি বিভ্রান্তিকর ভাবে এডিট করা। পরে ইনফ্লুয়েন্সার ওরি একটি আনএডিটেড ভিডিও প্রকাশ করেন, যেখানে বীরকে উচ্ছ্বসিত ভাবে তারা ও এপিকে উৎসাহ দিতে দেখা যায়। সেই ভিডিও শেয়ার করে বীর লিখেছিলেন, ‘শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়।’
এর আগে অবশ্য সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক করেননি তারা ও বীর। দীপাবলির সময় তাঁরা একাধিক ঘনিষ্ঠ ছবি শেয়ার করে কার্যত সম্পর্কের ঘোষণা করেছিলেন। সেই ছবি ভাইরাল হতেই ২০২৫ সালের সবচেয়ে আলোচিত নতুন জুটির তালিকায় জায়গা করে নিয়েছিলেন তাঁরা।
সব মিলিয়ে, সম্পর্ক ভাঙার গুঞ্জনের মাঝেও নীরবতা বজায় রেখে কাজের সাফল্যেই আপাতত মন দিয়েছেন তারা। বিচ্ছেদ নিয়ে আপাতত মুখে কুলুপ তাঁর।
