তামিল সঙ্গীত পরিচালক ও অভিনেতা জি ভি প্রকাশ কুমার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি প্রতারণার ফাঁদে পড়েছেন। এক ব্যক্তির করুণ কাহিনিতে বিশ্বাস করে তিনি জিপে-র মাধ্যমে ২০ হাজার টাকা পাঠান। পরে নেটিজেনরা সতর্ক করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।
ঘটনাটি ঘটে এক্স (পূর্বে টুইটার)-এ। প্রসন্ন সদীশ নামে এক নেটিজেনের অ্যাকাউন্ট এবং ‘মম লিটল কিং’ হ্যান্ডেল থেকে একটি আবেগঘন পোস্ট করা হয়। পোস্টে দাবি করা হয়, ওই ব্যক্তির মা সারাজীবন তাঁকে ও তাঁর ছোট বোনকে লালন-পালন করেছেন এবং তাঁর মৃত্যু হয়েছে। শেষকৃত্যের জন্য আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়।
২৫ ডিসেম্বর সকাল ১১টা ১২ মিনিটে প্রথমবার এই আবেদন জানানো হয়। সাড়া না পেয়ে দুপুর ১টা ৫৯ মিনিটে আবার প্রকাশ কুমারকে ট্যাগ করা হয়। শেষ পর্যন্ত দুপুর ২টো ২৪ মিনিটে প্রকাশ কুমার উত্তর দিয়ে ওই ব্যক্তির জিপে নম্বর চান। মাত্র চার মিনিটের মধ্যেই, ২টো ২৮ মিনিটে তিনি ২০ হাজার টাকা পাঠান এবং লেনদেনের স্ক্রিনশটও শেয়ার করেন। টাকা পাওয়ার পর ওই ব্যক্তি প্রকাশ কুমারকে ধন্যবাদ জানান।
শুরুতে অনেকেই অভিনেতার মানবিকতাকে প্রশংসা করেন। মন্তব্যে লেখা হয়, ‘জিভি স্যার, সত্যিই খুব বড় মনের মানুষ।’ তবে কিছুক্ষণের মধ্যেই বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করেন অন্য ব্যবহারকারীরা। পোস্টে ‘কমিউনিটি নোট’ যোগ করে জানানো হয়, ছবিতে যাঁকে মৃত বলে দাবি করা হয়েছে, তিনি আসলে ২০২২ সালেই মারা গিয়েছেন এবং ওই ব্যক্তি একই ছবি ব্যবহার করে প্রতারণা করছেন।
এরপরই মন্তব্যের স্রোত বদলে যায়। কেউ লেখেন, ‘আপনাকে স্ক্যাম করা হয়েছে,’ আবার কেউ দাবি করেন, তাঁর কাছ থেকেও একই কাহিনি শুনে টাকা নেওয়া হয়েছে। এক ব্যবহারকারী লেখেন, ‘সে বলেছিল তার মা কয়েক দিন আগে মারা গিয়েছেন, আমিও বিশ্বাস করে হাজার টাকা পাঠিয়েছি।’ অনেকে প্রকাশ কুমারকে পুলিশের কাছে অভিযোগ জানাতে অনুরোধ করেন।
এই ঘটনার পর এখনও পর্যন্ত জি ভি প্রকাশ কুমারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটির পর ফের একবার সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন যাচাই না করে অর্থ পাঠানোর ঝুঁকি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, আবেগকে হাতিয়ার করে প্রতারকরা এখন প্রকাশ্যেই তারকাদের টার্গেট করছে, কারণ তাঁদের একটি ছোট প্রতিক্রিয়াই দ্রুত নজর কাড়ে।
