প্রয়াত দক্ষিণী অভিনেতা অভিনয়। ২০০২ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘থুলুভাদো ইলামাই’-এ ধনুষের সহ-অভিনেতা হিসেবে নজর কেড়েছিলেন অভিনয়। সোমবার, ১০ নভেম্বর মাত্র ৪৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি লিভার-সংক্রান্ত জটিল রোগে ভুগছিলেন। অভিনয়ের দেহ বর্তমানে চেন্নাইয়ে তাঁর নিজের বাড়িতেই রাখা হয়েছে। যেহেতু তাঁর নিকটাত্মীয় বা পরিবারের কেউ আর জীবিত নেই, তাই নাদিগার সংগম (দক্ষিণের শিল্পী সংঘ) ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে শেষকৃত্যের দায়িত্ব নিতে।

 


গত কয়েক বছর ধরেই অভিনেতার শারীরিক অবস্থা অবনতি হচ্ছিল। চিকিৎসার বিপুল ব্যয়ের কারণে তিনি জনসমক্ষে অর্থসাহায্যের আবেদন করেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি জানি না আর কতদিন বেঁচে থাকব… ডাক্তাররা বলেছে হয়তো এক বছর, দেড় বছর।” এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর চলচ্চিত্রজগৎ থেকে বহু মানুষ এগিয়ে আসেন সাহায্যের হাত বাড়িয়ে।

 


অভিনয়ের কেরিয়ার শুরু হয় ২০০২ সালে, 'থুলুভাদো ইলামাই' ছবির মাধ্যমে। ছবিটি শুধু তাঁরই নয়, সেটি ধনুষেরও অভিষেক-ছবি ছিল। তরুণ বয়সের সাহসী প্রেম ও বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি এই সিনেমাই তাঁকে পরিচিতি এনে দেয় দক্ষিণী সিনেমাপ্রেমীদের মধ্যে।এরপর তিনি তামিল, তেলুগু ও কন্নড়-তিন ভাষার ছবিতেই কাজ করেছেন। বিজ্ঞাপন ও ভয়েস ডাবিংয়েও সক্রিয় ছিলেন। ২০১২ সালে এ.আর. মুরুগাদোস পরিচালিত ‘থুপ্পাকি’ ছবিতে তিনি বিদ্যুৎ জাম্মওয়ালের চরিত্রের ভয়েস ডাব করেছিলেন, যা অনেকেই জানেন না।

 

চিকিৎসার বিপুল খরচ মেটাতে নিজের সহ-শিল্পীদের পাশে পেয়েছিলেন অভিনয়। তাঁর চিকিৎসার জন্য অভিনেতা ধনুষ ৫ লক্ষ টাকা অনুদান দেন, আর কৌতুকশিল্পী কেপিওয়াই বালা সহায়তা করেন আরও ১ লক্ষ টাকা। শিল্পীমহলের সহানুভূতি এবং তাঁর প্রতি ভালবাসা সেই সময় তাঁকে কিছুটা সাহস দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত, রোগের সঙ্গে এই দীর্ঘ লড়াইয়ে পরাস্ত হন তিনি।

 

প্রসঙ্গত, ‘থুলুভাদো ইলামাই’ দিয়ে দক্ষিণী ছবিজগতে ঝড় তোলা অভিনেতা অভিনয়, করেও পরে অভিনয় করেছিলেন একাধিক তামিল ও মালয়ালম ছবিতে। কিন্তু ২০১৪ সালের পর থেকেই তাঁর শরীর ভেঙে পড়তে থাকে। লিভারজনিত অসুস্থতা তাঁকে ধীরে ধীরে পর্দার বাইরে ঠেলে দেয়। তবে হাল ছাড়েননি অভিনয়। কাজের প্রতি তাঁর টান এতটাই গভীর ছিল যে, শরীর ভাল না থাকলেও তিনি কাজ করে গেছেন ভয়েস ডাবিং আর্টিস্ট হিসেবেও। আর এ বছরই আবার নতুন করে কামব্যাক করেন পরিচালক অভিষেক লেসলি-র তামিল ছবি ‘গেম অফ লোনস’-এর মাধ্যমে।

 

অভিনয়কে শেষবার দেখা গিয়েছিল গত অক্টোবরে এই ছবির প্রেস কনফারেন্সে। সেদিনও মুখে ছিল সেই চেনা হাসি, চোখে কাজের প্রতি ভালবাসা। ‘গেম অফ লোনস’ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন নিবাস আদিথান, এস্টার নোরোঞ্জা এবং অথভিক জলন্ধর। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন জো কস্তা, চিত্রগ্রহণে ছিলেন সাবারি, সম্পাদনার দায়িত্বে প্রদীপ জেনিফার এবং আর্ট ডিরেকশন সামলেছেন সাজান।