কিংবদন্তি পরিচালক ভি. শান্তারামের জীবনীচিত্র ছবিকে ঘিরে বেশ কৌতূহল রয়েছে সিনেপ্রেমীদের মনে। সেই উত্তেজনার মাত্রা বাড়িয়েছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। মঙ্গলবার প্রকাশিত হয়েছে বায়োপিক ছবি ‘চিত্রপতি ভি শান্তারাম’-এ তামান্নার প্রথম লুক। যেখানে তাঁকে শান্তারামের স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী জয়শ্রীর চরিত্রে দেখা যাবে। ছবির নির্মাতারা প্রথম পোস্টার প্রকাশ করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। ভিনটেজ সাজে তামান্নার লুক নজর কেড়েছে দর্শকদের।
পোস্টারে তামান্নাকে দেখা গিয়েছে, ঐতিহ্যবাহী গোলাপি নওভারি শাড়িতে, ৪০-৫০ দশকের মারাঠি সংস্কৃতির ছাপ স্পষ্ট। সাদামাটা মেকআপ, স্নিগ্ধ আলো আর ক্লাসিক গয়নায় তিনি যেন পুরনো দিনের সময়কে জীবন্ত করে তুলেছেন। শান্ত, সংযত ও আত্মবিশ্বাসী অভিব্যক্তিতে ফুটে উঠেছে জয়শ্রীর আভিজাত্য এবং সেই যুগের নায়িকাদের সুচারু সৌন্দর্য। দর্শকদের মতে, এই পোস্টার যেন কোনও পুরনো স্মৃতির একটি ছবি, যাতে মিলেমিশে গিয়েছে ইতিহাস আর আবেগ।
জয়শ্রী ভারতীয় সিনেমার এক বিশেষ অধ্যায়। প্রখ্যাত অভিনেত্রী ও শান্তারামের সহধর্মিনী হিসেবে তিনি নজর কাড়েন তাঁর অভিনয়শৈলী এবং পর্দায় স্বাভাবিক অভিব্যক্তির জন্য। ‘ডাঃ কোটনিস কি অমর কাহানি’, ‘শকুন্তলা’, ‘দহেজ’-এর মতো ছবিতে তাঁর অভিনয় আজও স্মরণীয়। বায়োপিকের মাধ্যমে সেই অদেখা অধ্যায়ের আলোচনায় ফিরিয়ে আনা হচ্ছে তাঁকে। ফলে তামান্নার উপর দায়িত্বও অনেকটা বেশি। অভিনেত্রী নিজেও জানিয়েছেন, জয়শ্রীর চরিত্রে অভিনয় করা তাঁর কাছে গর্বের ও একইসঙ্গে চ্যালেঞ্জিংও। তিনি বলেন, “যে যুগে জয়শ্রী ছিলেন, সেই সময়ের সৌন্দর্য, আবেগ ও নান্দনিকতাকে পর্দায় তুলে ধরা এক বিশাল দায়িত্ব। আমি চাই এই চরিত্র যেন দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়।”
বায়োপিকটি নির্মাণ করছেন অভিজিৎ শিরীষ দেশপাণ্ডে। ছবিতে শান্তারামের চরিত্রে রয়েছেন সিদ্ধার্থ চতুর্বেদী। প্রযোজনার দায়িত্বে রাজকমল এন্টারটেইনমেন্ট ও ক্যামেরা টেক ফিল্মস। নির্মাতাদের দাবি, এই ছবি শুধু একজন চলচ্চিত্রকারের জীবনী নয়, সঙ্গে ভারতীয় সিনেমার সুবর্ণযুগের এক মহাকাব্যিক যাত্রা।
ব্যক্তিজীবনে তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কিংবদন্তি পরিচালক ভি শান্তারাম। ফলে তিনজন নায়িকা থাকবেন সিনেমায়। তাঁদের মধ্যেই একজন হলেন তামান্না। এর আগে এমন ধরনের চরিত্রে দেখা যায়নি অভিনেত্রীকো। ফলে এই ছবি তাঁর কেরিয়ারের মাইলস্টোন হতে চলেছে বলে আশাবাদী অনুরাগীরা। লুক প্রকাশের পর থেকেই নেটজুড়ে প্রশংসার ঢেউ উঠেছে। অনেকেই বলছেন, তামান্না এই চরিত্রে তাঁর কেরিয়ারের অন্যতম সেরা রূপে ধরা দিয়েছেন। আপাতত বায়োপিকটির মুক্তির অপেক্ষায় রয়েছেন সকলে।
