সংবাদ সংস্থা মুম্বই: “নিজের শরীরকে প্রতিদিন ধন্যবাদ জানাই”- এই কথাটি শুনে অবাক হবেন না, কারণ বলিউড অভিনেত্রী তমন্না ভাটিয়া নিজেই জানালেন তাঁর এই হৃদয়স্পর্শী নিয়মের কথা। দীর্ঘদিন ধরে শরীরচর্চা, আত্মবিশ্বাস ও ‘সেলফ-লাভ’ নিয়ে যাঁরা লড়ছেন, তাঁদের কাছে এই বার্তা এক অনুপ্রেরণা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তমন্না বলেন—“আমি সত্যিই আমার শরীরকে ভালবাসি। কাজের ব্যস্ত দিনের শেষে স্নানের সময়, আমি শরীরের প্রতিটি অংশকে স্পর্শ করে ধন্যবাদ জানাই। শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমি জানি প্রতিদিন সে কীভাবে আমাকে সহ্য করে।” এই স্বীকারোক্তি শুধু এক তারকার নয়, বরং নিজের শরীর, মন ও সৌন্দর্য নিয়ে সমাজের প্রচলিত ধারণার বিরুদ্ধে এক রূঢ় বার্তা।
তমন্না আরও জানান, ছোটবেলায় তিনি মনে করতেন 'ছিপছিপে শরীর' মানেই 'সুন্দর'। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে শিখেছেন, সৌন্দর্য বা আত্মসম্মান কেবল শরীরের মাপে আটকে থাকে না। “একটা সময় ছিল যখন আমি ভাবতাম ছিপছিপে চেহারা হলেই আমি সুন্দর। কিন্তু পরে বুঝলাম, ওটা আসলেই আমাকে ভাল অনুভব করাত না। সুন্দর লাগার অনুভূতি আসলে আমার ওজনের ওপর নির্ভর করত না,”— মন্তব্য তমন্নার।
তমন্নাকে সম্প্রতি দেখা গিয়েছে ‘সিকান্দর কা মুকাদ্দর’ ছবিতে, যেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন অবিনাশ তিওয়ারি ও জিমি শেরগিল।
