নিজস্ব সংবাদদাতা: শীতের মরশুমে বাংলায় ফিরেছে রোমিও-জুলিয়েটের গল্প। উত্তরবঙ্গের প্রেক্ষাপটে বাংলার জল-হাওয়া মিশিয়ে রোমিও-জুলিয়েটের গল্পকে ওটিটিতে হাজির করেছেন পরিচালক অর্পণ গড়াই। নতুন ওয়েব সিরিজের নাম ‘তালমার রোমিও জুলিয়েট’।সিরিজের মুখ্যচরিত্রে দেবদত্ত রাহা এবং হিয়া রায়। অভিনয়ের পাশাপাশি সিরিজের সৃজনশীল পরিচালকের দায়িত্ব সামলেছেন অনির্বাণ ভট্টাচার্য।
এবার শেক্সপিয়রের লেখা চিরন্তন প্রেম গাথা 'রোমিও-জুলিয়েট' থেকে তৈরি করা এই সিরিজে ঠাঁই পেল র্যাপ গান! মুক্তি পেল সেই র্যাপ গানের ভিডিও। নাম, 'তালমা র্যাপ'। গানটি লিখেছেন অনির্বাণ এবং গেয়েছেন শুভদীপ গুহ।
"চাঁদ উঠেছিল, ফুল ফুটেছিল। তালমার আকাশ-বাতাস জুড়ে প্রেম লেগেছিল..." ভিডিও শুরু হতেই বেজে উঠল গানের সংলাপ। সঙ্গে দেখা গেল চোখ ধাঁধানো রঙিন কালারব্লক ব্যাকড্রপে একে একে হাজির হচ্ছেন ছবির সমস্ত কলাকুশলীরা। সবার পরনে কালো পোশাক। কারও কারও চোখে কালো রোদচশমা। শিল্পীদের নাচের নানান মজাদার ভঙ্গি বেশ চোখ টানে। গোটা ভিডিওর আবহে থ্রিলার এবং সাসপেন্সের সুর এই র্যাপ গানের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলে শেষ পর্যন্ত। যোগ্য সঙ্গত দেয় আলো-আঁধারির খেলা। এখানেই চমকের শেষ নয়।
ভিডিওর একেবারে শেষে তালমার 'মোস্তাক'রূপী অনির্বাণকে সম্পূর্ণ নয়া এক অবতারে দেখা যায় যা দেখে চমকে উঠবেন আপনিও।
