নিজস্ব সংবাদদাতা: বাংলা ছবির প্রেক্ষাপট বদলাচ্ছে। বদলাচ্ছে চিরাচরিত ভাবনা। ছবির গল্প জমে উঠছে বাস্তবের স্বাদে। সমাজের সমস্ত স্তরের মানুষের জীবন খুব কাছ থেকে দেখতে আসছে নতুন বাংলা ছবি। টলিপাড়ার সূত্রের খবর, 'যমালয়ে জীবন্ত ভানু' মুক্তির পর নতুন এই ছবির পরিকল্পনায় পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। 


বর্তমান সমাজের প্রেক্ষাপটে তৈরি হবে 'মহানগরের রূপকথা'। সমাজের বিভিন্ন স্তরে থাকা কয়েকটি পরিবারের গল্প ফুটে উঠবে ছবিতে। টলিপাড়ার ফিসফাস, এই ছবিতে দেখা যেতে পারে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী ও দিতিপ্রিয়া রায়কে। এছাড়াও থাকছেন টলিপাড়ার বহু তারকা। কিন্তু কোন চরিত্রে কীভাবে ধরা দেবেন অভিনেতারা তা এখনও খোলসা নয়। এই ছবিতে থাকতে পারে নতুন মুখও। 


জানা যাচ্ছে, কলকাতাকে কেন্দ্র করে তৈরি এই ছবির শুটিং হবে উত্তর ও দক্ষিণ কলকাতায়। ২০২৫-এর জানুয়ারি মাস থেকেই কলকাতা জুড়ে চলবে শুটিং। চলছে চিত্রনাট্য ঘষামাজার কাজ ও অভিনেতা নির্বাচন পর্ব। নতুন এই ছবি ঘিরে আপাতত মুখে কুলুপ এঁটেছেন নির্মাতারা।