নিজস্ব সংবাদদাতা: টলিউডের অন্দরে ঘটে চলেছে একের পর এক অন্যায়। হেনস্থার অভিযোগ উঠছে টলিপাড়ার পরিচালক, প্রযোজকদের বিরুদ্ধে। এবার এই অনৈতিক কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ালো ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া।

 

 

অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের সুরক্ষার্থে গঠন করা হয়েছে 'সুরক্ষা বন্ধু' কমিটি। লিখিতভাবে বা ইমেলের মাধ্যমে যেখানে অভিযোগ জানানো যাবে।

 

 

এই বিষয় ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস আজকাল ডট ইন-কে বললেন, "যে সমস্ত অভিযোগ এসেছে ততদিন পুরোটাই সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে বা কানাঘুষোয়। তার মধ্যে ৪০ শতাংশ যৌন হেনস্তার অভিযোগ এসেছে প্রযোজকদের বিরুদ্ধে। আর ৬০ শতাংশ অভিযোগ রয়েছে পরিচালক এবং পরিচালক থেকে প্রযোজকের বিরুদ্ধে। কিন্তু এক্ষেত্রে আমার পরামর্শ, সোশ্যাল মিডিয়ায় না জানিয়ে, যদি 'সুরক্ষা বন্ধু'তে অভিযোগ করেন, তাহলে অবশ্যই সেই অভিযোগ খতিয়ে দেখা হবে। এই কমিটিতে আমাদের আইনজীবীরা রয়েছেন যাঁরা বিনামূল্যে সেই মামলা লড়তে প্রস্তুত।"

 

 

তিনি আরও জানান, টলিউডের কোনো সদস্য যদি অযাচিত পরিস্থিতির শিকার তৎক্ষণাত সেই সদস্য সুরক্ষা বন্ধু কমিটিতে অভিযোগ জানাতে পারবেন। আর যত দ্রুত সম্ভব সেই সমস্যার সমাধানের চেষ্টাও করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরূপ বিশ্বাস। 

 

 

তিনি বলেন, "যে সমস্ত পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে, তাঁদের বিষয়টা প্রাথমিকভাবে খতিয়ে দেখার দায়িত্ব ডিরেক্টরস গিল্ডেরই। কারণ, এই মুহূর্তে ফেডারেশন জানে না যে ডিরেক্টরস গিল্ড আদপেই ফেডারেশনের অন্তর্ভুক্ত কিনা। তাই তাঁদের বিষয়ে এখনই আমরা হস্তক্ষেপ করছি না। ভবিষ্যতে প্রয়োজন হলে অবশ্যই এই বিষয়ে ভেবে দেখব।"