স্বরা ভাস্কর এবং বিতর্ক যেন সমার্থক। দীর্ঘ সময় ধরে পর্দায় অনুপস্থিত থাকলেও ব্যক্তিগত জীবন না নানা মন্তব্যের কারণে বারবার উঠে আসেন শিরোনামে। দিন কয়েক আগেই এক সাক্ষাৎকারে যৌনতা নিয়ে বোমা ফাটান অভিনেত্রী। বলেন, “আমরা সবাই উভকামী। মানুষকে নিজের মতো থাকতে দিলে সকলেই উভকামী হবে। শুধু বিপরীত লিঙ্গের প্রতিই যৌন আকর্ষণ আসলে আদর্শের মতো করে দেখা হয়, যা হাজার হাজার বছর ধরে মেনে আসা হচ্ছে।”

এখানেই থামেননি স্বরা। আরও একধাপ এগিয়ে তাঁর ‘ক্রাশ’ কে জানতে চাওয়া হলে অভিনেত্রীর নিঃসঙ্কোচ উত্তর, “ডিম্পল যাদব”। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্ত্রী। এরপরেই বিতর্কের মুখে স্বরা। ট্রোল-কটাক্ষ ধেয়ে আসে তাঁর দিকে। অভিনেত্রীর মানসিকতাকে ‘অসুস্থ’ বলে দাগিয়ে দেন অনেকেই। কেউ কেউ আবার তাঁকে ডাক্তার দেখানোর নিদান দেন।

যে এক্স হ্যান্ডল (সাবেক টুইটার) স্বরার সমালোচনায় ভেসে গিয়েছিল, সেখানেই নিজের বায়ো বদলে ফেলেছেন অভিনেত্রী। কিছু না বলেই যেন সমালোচনার মোক্ষম জবাব দিয়েছেন।

অভিনেত্রী স্বরা ভাস্কর সম্প্রতি এক্স-এ নিজের বায়োতে পরিবর্তন এনেছেন। সেখানে রসিক ভঙ্গিতে তিনি লিখেছেন— “গার্ল ক্রাশ অ্যাডভোকেট। পার্ট–টাইম অভিনেত্রী, ফুল–টাইম টুইটার পেস্ট। কেয়স কুইন। মহাপ্রলয়ের মাঝেও শপিং চালিয়ে যাচ্ছি। ফ্রি প্যালেস্টাইন!”
নিজেকে নিয়ে ট্রোল করা নেটিজেনদের উদ্দেশেই যেন এই মজাদার আপডেট, যাতে কেউ ভুলে না যায়। তাই ‘রঞ্ঝনা’ খ্যাত এই অভিনেত্রী তাঁর নতুন বায়োর একটি স্ক্রিনশট শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

সমাজ ও রাজনীতি নিয়ে খোলামেলা মত প্রকাশের জন্য স্বরা ভাস্কর আগেও বহুবার বিতর্কে জড়িয়েছেন। এবারের বক্তব্যও সোশ্যাল মিডিয়ায় সমালোচনা এবং সমর্থনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

স্বরার জন্ম দিল্লিতে। পড়াশোনা শেষ করে তিনি অভিনয়ের জগতে প্রবেশ করেন এবং ‘তনু ওয়েডস মনু’  ছবিতে কঙ্গনা রানাউতের ঘনিষ্ঠ বান্ধবীর চরিত্রে অভিনয় করে প্রথম আলোচনায় আসেন। এরপর ‘রঞ্ঝনা’, ‘নীল বাট্টে সানাটা’, ‘ভীরে দি ওয়েডিং’, ‘আনরকালী অব আরাহ’–র মতো ছবিতে অভিনয় করে তিনি ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা পাকা করেন।
তবে বাণিজ্যিক ছবির চেয়ে ভিন্ন ধাঁচের, নারীকেন্দ্রিক বা সামাজিক বক্তব্যসমৃদ্ধ ছবিতে অভিনয়ের জন্যই তিনি বেশি পরিচিত। ‘নীল বাটে সানাটা’–তে এক গরিব একলা মায়ের চরিত্র বা ‘আনরকালী অব আরাহ’–তে গায়িকার ভূমিকায় তাঁর অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছিল।

বলিউডে স্বরা ভাস্কর হয়তো সংখ্যায় কম সিনেমায় কাজ করেছেন, কিন্তু তাঁর উপস্থিতি পর্দার বাইরে সবসময়ই জোরালো। অকপট মন্তব্য, রাজনৈতিক অবস্থান ও সামাজিক ইস্যুতে স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য তিনি যেমন একাংশের কাছে ‘সাহসী কণ্ঠস্বর’, অন্যদের কাছে তেমনই ‘বিতর্কের কেন্দ্রবিন্দু’। ট্রোল, সমালোচনা এবং সমর্থনের মাঝেই তিনি নিজের পরিচয় গড়ে তুলেছেন— এমন এক অভিনেত্রী হিসাবে, যিনি শুধু অভিনয়েই নয়, মত প্রকাশের স্বাধীনতায়ও আপসহীন।