সংবাদ সংস্থা মুম্বই: সমাজমাধ্যম মানেই বিতর্কের আঁতুরঘর আর বলিউড অভিনেত্রী তথা সমাজকর্মী স্বরা ভাস্কর যেন তার অভ্যস্ত এক যোদ্ধা। ফের একবার আন্তর্জাতিক ইস্যুতে মুখ খুলে হইচই ফেলে দিলেন তিনি— এবারে প্যালেস্টাইনের পাশে দাঁড়ালেন গাজা সংহতির পদযাত্রার ডাক দিয়ে। 
 
 মুম্বইয়ের আজাদ ময়দানে আগামী ১৮ জুন এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। আয়োজন করেছে দেশের একাধিক বামপন্থী রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সংগঠন। স্বরা নিজের এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার) হ্যান্ডলে এই পদযাত্রার পোস্টার শেয়ার করে লিখেছেন— “মুম্বই… আগামী ১৮ জুন প্যালেস্টানের সমর্থনে ডাক দাও !” পোস্টারে স্পষ্ট ভাষায় লেখা, এই জমায়েতের উদ্দেশ্য— "ইজরায়েলের গাজা আক্রমণকে গণহত্যা হিসাবে চিহ্নিত করে তার নিন্দা করা এবং ভারত সরকারের অবস্থানে পরিবর্তনের দাবি তোলা।" এই কর্মসূচিতে যেসব সংগঠন ও রাজনৈতিক দল যুক্ত রয়েছে, তাদের মধ্যে রয়েছে— সিপিআই, সিপিআই(এম), সিপিআই(এম-এল) লিবারেশন, সমাজবাদী পার্টি, ফরওয়ার্ড ব্লক, আরপিআই (সেকুলার) প্রমুখ।
Mumbai.. Show up for Palestine on 18 June! ????????❤️✨#stopthegenocideinpalestine pic.twitter.com/huG4zN5MDL
— Swara Bhasker (@ReallySwara)Tweet by @ReallySwara
একের পর এক রাজনৈতিক ও মানবাধিকার ব্যাপারে সরব হয়ে ওঠা স্বরা এই আন্দোলনের পাশে দাঁড়িয়ে একদিকে যেমন ভাগ দুই মেরুতে। একদল নেটিজেন তাঁকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন, বলছেন— “এটাই তো আসল প্রতিবাদ! হিম্মত দেখিয়েছেন।” অন্যদিক থেকে আসছে রীতিমতো আক্রমণাত্মক প্রশ্ন—“সব সময় একপক্ষের হয়ে আওয়াজ তোলেন কেন? পহলগাঁওয়ে যাঁরা নিহত হলেন তাঁদের নিয়ে একটা কথাও বললেন না!”
পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সরাসরি মুম্বই পুলিশ ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে ট্যাগ করে স্বরার পোস্ট এবং এই র্যাালির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকী কেউ কেউ এই পদযাত্রা বন্ধ করার দাবিও তুলেছেন নিরাপত্তার যুক্তিতে।আগেও বিতর্কের কেন্দ্রে ছিলেন স্বরা— সাহস না পক্ষপাত?
এই প্রথম নয়। রোহিঙ্গা শরণার্থী ইস্যু হোক বা সিএএ আন্দোলন, কিংবা দিল্লি দাঙ্গা— স্বরা বহুবার মুখ খুলেছেন জোরালোভাবে। কেউ তাঁকে বলেন "সাহসিনী", কেউ বলেন "সিলেক্টিভ অ্যাকটিভিস্ট"। তার অবস্থানকে কেন্দ্র করে বারবার প্রশ্ন উঠেছে— তিনি কি নিছক মানবাধিকার কর্মী, নাকি রাজনৈতিক পক্ষপাতিত্বে লিপ্ত?
এই মুহূর্তে স্বরা ভাস্কর এই ট্রোলিং বা বিতর্ক নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তাঁর তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতিও আসেনি।
