অভিনেত্রী স্বরা ভাস্কর গত সপ্তাহে জানিয়েছিলেন যে তাঁর শ্বশুর, ন্যাশনালিস্ট ইউথ কংগ্রেসের জাতীয় সভাপতি ফাহাদ আহমদের বাবা, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বরা এবং ফাহাদ দু’জনে মিলে এক যৌথ বিবৃতি ইনস্টাগ্রামে প্রকাশ করে জানান যে, তিনি বর্তমানে আইসিইউ-তে রয়েছেন এবং তাঁরা তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা কামনা করছেন।
স্বরা ও ফাহাদের যৌথ পোস্টে তাঁর বাবার একটি ছবি শেয়ার করে ফাহাদ লেখেন, ‘আমার বাবা জীবনে বহু লড়াই লড়েছেন — এবং প্রতিবারই অদম্য সাহস, বিশ্বাস ও মর্যাদার সঙ্গে জয়ী হয়েছেন। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, তিনি কখনও আমাদের শিক্ষা, সুযোগ বা মূল্যবোধপূর্ণ জীবন দেওয়ার ক্ষেত্রে আপোস করেননি।’
তিনি আরও বলেন, ‘সামাজিক কাজের সময় তিনি অসংখ্য রোগীর পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সঙ্কটময় মুহূর্তে ভরসা দিয়েছেন। আজ সেই মানুষটিকেই নিজের চিকিৎসার জন্য আইসিইউ-তে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি জীবনের অন্যতম বড় লড়াই লড়ছেন।’
ফাহাদ অনুরোধ জানিয়ে বলেন, ‘এই মুহূর্তে আমরা বিনীতভাবে চাই যে, আপনারা তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করুন। আপনাদের প্রার্থনা এবং শুভকামনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাঁকে শক্তি, সম্পূর্ণ আরোগ্য ও ভাল স্বাস্থ্য দান করুন।’
পোস্টটি দেখে হিনা খান মন্তব্য করেন, ‘প্রার্থনা রইল, উনি দ্রুত সুস্থ হোন।’ আরও অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
স্বরা ও ফাহাদ তিন বছরের সম্পর্কের পর ১৬ ফেব্রুয়ারি ২০২৩ সালে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টের আওতায় আদালতে বিয়ে করেন। ২০১৯ সালের এক প্রতিবাদ মিছিলে তাঁদের প্রথম দেখা হয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে তাঁদের প্রথম সন্তান রাবিয়ার জন্ম হয়। জন্মের পর স্বরা তাঁর শ্বশুরের সঙ্গে সন্তানের একটি সুন্দর ছবি শেয়ার করেছিলেন। সম্প্রতি স্বরা এবং ফাহাদ গেম শো ‘পতি পত্নী অউর পঙ্গা’তে অংশ নেন, যেখানে তাঁরা তৃতীয় রানার-আপ হন।
স্বরার জন্ম দিল্লিতে। পড়াশোনা শেষ করে তিনি অভিনয়ের জগতে প্রবেশ করেন এবং ‘তনু ওয়েডস মনু’ ছবিতে কঙ্গনা রানাউতের ঘনিষ্ঠ বান্ধবীর চরিত্রে অভিনয় করে প্রথম আলোচনায় আসেন। এরপর ‘রঞ্ঝনা’, ‘নীল বাট্টে সানাটা’, ‘ভীরে দি ওয়েডিং’, ‘আনরকালী অব আরাহ’–র মতো ছবিতে অভিনয় করে তিনি ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা পাকা করেন।
তবে বাণিজ্যিক ছবির চেয়ে ভিন্ন ধাঁচের, নারীকেন্দ্রিক বা সামাজিক বক্তব্যসমৃদ্ধ ছবিতে অভিনয়ের জন্যই তিনি বেশি পরিচিত। ‘নীল বাটে সানাটা’–তে এক গরিব একলা মায়ের চরিত্র বা ‘আনরকালী অব আরাহ’–তে গায়িকার ভূমিকায় তাঁর অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছিল। অন্য ধর্মের ফাহাদকে বিয়ে করে মাঝেমধ্যেই কটাক্ষের মুখে পড়তে হয় স্বরাকে। কিন্তু সে সবকে তোয়াক্কা না করেই পরিবার আর কাজ নিয়ে সুখে রয়েছেন অভিনেত্রী।
