নিজস্ব সংবাদদাতা: বক্স অফিসে দারুণ সাফল্যের মুখ দেখেছে দেব-এর 'খাদান'। ছবি ঘিরে নানা সমালোচনার মাঝেও ফের একবার বাংলা বাণিজ্যিক ছবি ঘুরে দাঁড়িয়েছে 'খাদান'-এর হাত ধরে। এর মাঝেই নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত দেব।
নতুন বছর শুরুর আগেই ফের বহু প্রতীক্ষিত ছবি 'রঘু ডাকাত' নিয়ে এল বড় খবর। এই ছবির ঘোষণা হয়েছিল চার বছর আগে। তার পর নানা কারণে 'রঘু ডাকাত'-এর মুক্তি পিছিয়েছে। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবিতে নামভূমিকায় অভিনয় করবেন দেব।
২০২১ সালে 'রঘু ডাকাত'-এর ঘোষণা করেছিল প্রযোজনা সংস্থা 'এসভিএফ'। ছবিতে ডাকাত রূপে দেবের আংশিক ঝলকও প্রকাশ্যে এসেছিল। তার পর থেকে নির্মাতারা এই ছবির কাজ এগিয়ে নিয়ে গেলেও কখনও বাজেট, কখনও বা চিত্রনাট্যের কারণে ছবির শুটিং শুরু হয়নি। টলিউডের অন্দরের খবর, ছবির প্রযোজনা থেকে সরেছে 'এসভিএফ'। পরিবর্তে নিসপাল সিং রানের সঙ্গে হাত মিলিয়েছেন দেব। অর্থাৎ আরও একবার 'সুরিন্দর ফিল্মস'-এর সঙ্গে জুটি বাঁধছেন দেব।
সূত্রের খবর, বহুদিন ধরেই 'এসভিএফ'-এর সঙ্গে নানা কারণে বচসা হচ্ছিল দেবের। অবশেষে ছবির স্বার্থে এই সিদ্ধান্ত। ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, নির্মাতারা এই ছবির শুটিং শুরু করার প্রস্তুতি শুরু করেছেন
