বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন বহুদিন ধরেই স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। ২০১৪ সালে তাঁর শরীরে ধরা পড়ে ‘অ্যাডিসন ডিসিজ’। এই রোগে শরীরের অ্যাড্রেনাল গ্রন্থি কর্টিসল নামক এক গুরুত্বপূর্ণ হরমোন তৈরি বন্ধ করে দেয়। ফলে তখন সুস্মিতার অবস্থা এতটাই গুরুতর হয়ে পড়ে যে তাঁকে জানানো হয়, বাঁচতে হলে সারাজীবন তাঁকে প্রতি আট ঘণ্টা অন্তর হাইড্রোকর্টিসোন নামের একটি স্টেরয়েড ওষুধ খেতে হবে।

 

এই পরিস্থিতিতে ভেঙে না পড়ে বরং আরও শক্ত হন প্রাক্তন মিস ইউনিভার্স। চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ চালিয়ে যেতে থাকেন, তবে সমান্তরালভাবে শরীরকে সুস্থ রাখার জন্য শুরু করেন নিয়মিত শরীরচর্চা, যোগব্যায়াম, এয়ারিয়াল ফিটনেস এবং ডিটক্স প্রোগ্রাম। ডাক্তারদের নিরুৎসাহ সত্ত্বেও তিনি থামেননি। বরং নিজের শরীরের উপর আস্থা রেখে এগিয়ে যেতে থাকেন।


সুস্মিতা একবার এক সাক্ষাৎকারে বলেন, “যদি তুমি আমার শক্তি কেড়ে নাও, তাহলে আমি আর কে?” এভাবেই তিনি হার না মেনে নিজের শরীর ও মনের উপর নিয়ন্ত্রণ ফেরানোর লড়াই চালিয়ে যান।

এই লড়াইয়ের ফলস্বরূপ একদিন চিকিৎসকেরাই অবাক হয়ে দেখেন, তাঁর শরীর নিজে কর্টিসল তৈরি করা শুরু করেছে। আর তখন তাঁকে জানানো হয়, আর তাঁর সেই স্টেরয়েড ওষুধ প্রয়োজন নেই। এমন ঘটনা অ্যাডিসনের রোগে অত্যন্ত বিরল, আর চিকিৎসকরাও এই রকম পুনরুদ্ধারের নজির খুব কমই দেখেছেন। আজ সুস্মিতা শুধু অভিনয়ে নয়, জীবনের লড়াইতেও সত্যিকারের নায়িকা। নিজের অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের জোরে তিনি প্রমাণ করে দিয়েছেন — কঠিন অসুখও মনোবলের সামনে হার মানতে বাধ্য।

 

প্রসঙ্গত কিছুদিন আগেই ফের নিজের ব্যক্তিগত জীবনের কারণে শিরোনামে এসেছিলেন সুস্মিতা সেন। সঙ্গে ছিল তাঁর প্রাক্তন প্রেমিক রহমান শল।২০১৮ সালে একে অপরকে ডেট করতে শুরু করেন তাঁরা, তবে ২০২১ সালের ডিসেম্বরে সেই সম্পর্ক শেষ হয়। তবুও বন্ধুত্বের বাঁধন এতটাই মজবুত যে বিচ্ছেদের পরেও সম্পর্কের উষ্ণতা আজও অটুট।

 

আরও পড়ুন: বড়পর্দায় জুটিতে জিৎ-ঋতুপর্ণা! নন্দী মুভিজের নতুন ঠিকানার উদযাপনে বড় ঘোষণা 

 

সম্প্রতি, মডেল থেকে অভিনেতা হওয়া রোহমান শল খোলাখুলি জানালেন কী ধরণের উপহার পছন্দ করেন সুস্মিতা। তবে সেই উপহার দেওয়ার "যোগ্যতা" এখনও হয়নি তাঁর। সম্প্রতি, দেওয়া সাক্ষাৎকারে রোহমান বলেন, "ওঁর যে ধরনের, যে মূল্যের হীরের আংটি পছন্দ তা কিনে দেওয়ার মতো যোগ্যতা আমার এখনও নেই, সত্যি বলছি অত বড় হিরের আংটি কেনার মতো যোগ্যতা আমার নেই এখনও...ওঁর একটি পছন্দের হিরে ২২ ক্যারাট-এর। যেদিন যোগ্যতা হবে কেনার, অবশ্যই কিনব।"

 

 

তাঁর এই সহজ স্বীকারোক্তি ছুঁয়ে গেছে ভক্তদের হৃদয়। সম্পর্ক না থাকলেও শ্রদ্ধা ও ভালবাসার অভাব নেই, সেটা যেন আবার প্রমাণ করে দিলেন রোহমান।২০২১ সালে বিচ্ছেদের সময় সোশ্যাল মিডিয়ায় সুস্মিতা নিজেই জানিয়েছিলেন, তাঁরা প্রথমে বন্ধু ছিলেন এবং সেভাবেই থাকবেন। সম্পর্ক ভেঙে গেলেও ভালোবাসা থেকে যায়। সেই বন্ধুত্বের ছাপই বারবার প্রকাশ পায় তাঁদের কথাবার্তায়।

 

 

সুস্মিতা ও রোহমানের এই সম্পর্ক ঘিরে বরাবরই ছিল অনেক কৌতূহল। অনেকে ভেবেছিলেন তাঁরা আবার একসাথে হয়ে যাবেন। যদিও সেরকম কিছু এখনো ঘটেনি। সুস্মিতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি বর্তমানে সিঙ্গেল। এক পডকাস্টে এসে তিনি বলেন, "আমার জীবনে কোনও পুরুষ নেই। আমি অনেকদিন ধরেই সিঙ্গেল, প্রায় ২ বছর। ২০২১ থেকে শুরু করে।"